পিঙ্ক বলে প্রস্তুতি শুরু রোহিতের

জসপ্রীত বুমরাদের ঐতিহাসিক টেস্ট জয়ের আবহে পারথের নেটে ব্যাট হাতে নেমে পড়লেন রোহিত শর্মা। রবিবারই অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছিলেন রোহিত

Must read

পারথ, ২৫ নভেম্বর : জসপ্রীত বুমরাদের ঐতিহাসিক টেস্ট জয়ের আবহে পারথের নেটে ব্যাট হাতে নেমে পড়লেন রোহিত শর্মা। রবিবারই অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছিলেন রোহিত। সোমবার সকালে ভারতীয় ড্রেসিংরমে গিয়ে সতীর্থদের উদ্দীপ্ত করেন। এরপর কোচ গৌতম গম্ভীরের পাশে বসে বেশ কিছুক্ষণ খেলাও দেখেন। এর পরেই পারথের প্র্যাকটিস নেটে ব্যাট হাতে নেমে পড়েন।

আরও পড়ুন-উদাসীন রেল, তার ছিঁড়ে তিন ঘণ্টা দাঁড়িয়ে তেভাগা এক্সপ্রেস

আগামী ৬ ডিসেম্বর অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট ম্যাচ। যা নিশ্চিতভাবেই খেলছেন রোহিত। এদিন তাই গোলাপি বলে নেটে প্রায় ৪০ মিনিট ব্যাট করেন তিনি। তাঁকে বল করেন রিজার্ভ দলে থাকা আকাশ দীপ, মুকেশ কুমার, নভদীপ সাইনি, যশ দয়ালের মতো পেসাররা। বেশ কিছুক্ষণ বল করেন রবীন্দ্র জাদেজাও। এছাড়া থ্রো-ডাউন বিশেষজ্ঞ নুয়ান সেনাবীরত্নেকেও খেলেন রোহিত। পরিচিত পুল শটও খেলতে দেখা গিয়েছে তাঁকে। পাশাপাশি রক্ষণে বাড়তি জোর দেন।

আরও পড়ুন-সিরিজ জিতবে ভারত : সৌরভ

রোহিতের প্র্যাকটিসের সময় ফক্স স্পোর্টসের বিশেষজ্ঞ ভাষ্যকার হিসেবে সেখানে উপস্থিত ছিলেন ডেভিড ওয়ার্নারও। ভিডিওতে প্রাক্তন অস্ট্রেলীয় ওপেনারকে বলতে শোনা গিয়েছে, ‘‘রোহিতকে খুব ধারালো দেখাচ্ছে। নেটে সাবলীলভাবে ব্যাট করছে। ভারতীয় পেসাররা ওকে গোলাপি বলে বোলিং করছে। যা অনায়াসে খেলছে রোহিত। দেখে মনে হচ্ছে, দেরিতে দলের সঙ্গে যোগ দিলেও, প্র্যাকটিসের মধ্যেই ছিল। অ্যাডিলেডে রোহিতকে সেরা ফর্মেই পাওয়া যাবে বলে মনে হচ্ছে।’’ প্রসঙ্গত, অ্যাডিলেড টেস্টের আগে এখানকার পিচ ও পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবেন রোহিত। ৩০ নভেম্বর ক্যানবেরায় প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে দিন-রাতের ম্যাচ খেলবে ভারত।

Latest article