সংবাদদাতা, কোচবিহার : সীমান্তে (border) বিএসএফের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন কৃষকরা। অভিযোগ, কাঁটাতার লাগোয়া জিরো খতিয়ানের জমিতে ভুট্টাচাষে বাধা দিচ্ছে বিএসএফ। এর প্রতিবাদে বিএসএফের বিরুদ্ধে একজোট হয়ে আন্দোলনে নেমেছেন গ্রামবাসীরা। সোমবার উত্তর বালাভূত গ্রামে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়েছে৷ গ্রামবাসীদের অভিযোগ, বালাভূত এলাকায় কাঁটাতার ঘেঁষে জিরো খতিয়ানের তাঁদের নিজেদের জমিতে অন্যায় ভাবে বিএসএফ বাধা দিচ্ছে৷ এমনকী কাঁটাতারের গেট খুলতে নানাভাবে হয়রানি করা হচ্ছে কৃষকদের।
আরও পড়ুন-পিঙ্ক বলে প্রস্তুতি শুরু রোহিতের
এদিন কয়েকশো কৃষক রাস্তায় বসে কোচবিহার-তুফানগঞ্জ রোডে পথ অবরোধ করেছেন৷ আন্দোলনে শামিল হয়েছেন মহিলারাও৷ আন্দোলনকারী বাকির হোসেন বলেন, বিএসএফ অন্যায় ভাবে তাঁদের বাধা দিচ্ছে ভুট্টাচাষে৷ বিএসএফকে তাঁরা এব্যাপারে অভিযোগ জানিয়েছেন৷ কিন্তু বিএসএফ কোনও লিখিত তথ্য দেখাতে পারেনি যে সীমান্তে কৃষিকাজ করা যাবে না৷ বিএসএফ বেনিয়ম করে তাঁদের চাষে বাধা দিচ্ছে। বিএসএফের জুলুমের জেরে কৃষকরা বিপাকে পড়েছেন৷ যদিও বিএসএফের ১৪ ব্যাটালিয়নের দাবি, সীমান্ত নজরদারির সুবিধার জন্য ভুট্টা চাষ না করতে অনুরোধ জানিয়েছেন তাঁরা৷ তুফানগঞ্জের মহকুমা শাসক বাপ্পা গোস্বামী বলেন, আলোচনা করে এই সমস্যা মেটানো হবে।