প্রতিবেদন: মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন অর্থ সংস্থা (ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন) গত বছরের নভেম্বর মাসে জানিয়েছিল যে তারা শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে বন্দর টার্মিনাল প্রকল্পের জন্য ৫৫৩ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। এই প্রকল্পটি আংশিকভাবে আদানি গ্রুপের মালিকানাধীন। আদানিদের বিরুদ্ধে গুরুতর বেনিয়মের অভিযোগ ওঠার পর মার্কিন সংস্থাটি জানিয়েছে তারা আদানি গ্রুপের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে মার্কিন বিচারবিভাগের ঘুষের অভিযোগের প্রভাব পর্যালোচনা করছে।
আরও পড়ুন-বৈষ্ণোদেবী রোপওয়ে প্রকল্পে কাজ হারানোর ভয়ে বিক্ষোভ
এই অভিযোগ সংস্থাটির শ্রীলঙ্কার একটি বন্দর উন্নয়নের জন্য আদানি গ্রুপ সমর্থিত প্রকল্পে ৫৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদানের পূর্বের চুক্তির উপর কীভাবে প্রভাব ফেলবে, তা নিয়ে পর্যালোচনা করা হচ্ছে। সংস্থাটি তাদের প্রকল্প এবং অংশীদারদের সর্বোচ্চ সততা এবং নিয়ম মেনে চলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এখনও পর্যন্ত ঋণের প্রতিশ্রুতির অধীনে কোনও টাকা দেওয়া হয়নি। উল্লেখ্য, গত ২০ নভেম্বর নিউইয়র্কের ফেডারেল প্রসিকিউটর আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানি এবং আরও সাতজনের বিরুদ্ধে ভারতীয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার অভিযোগে অভিযুক্ত করেছেন। প্রায় ২৬৫ মিলিয়ন ডলার ঘুষের এই অভিযোগের উদ্দেশ্য ছিল এমন চুক্তি নিশ্চিত করা যা ২০ বছরে ২ বিলিয়ন ডলারের লাভ উৎপন্ন করবে, যার মধ্যে ভারতের বৃহত্তম সোলার পাওয়ার প্ল্যান্টের উন্নয়ন অন্তর্ভুক্ত। আদানি গ্রুপ এই অভিযোগগুলিকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করে বলেছে যে তারা ‘‘সম্ভাব্য সমস্ত আইনি পদক্ষেপ গ্রহণ করবে।’’ তবে তারপরেও বিদেশে আদানিদের করা বিনিয়োগগুলি ঘিরে বড় অনিশ্চয়তার মেঘ জমছে।