প্রতিবেদন: ভোটের ফলপ্রকাশের পরে ৪৮ ঘন্টাও কাটলো না, চুপসে গেল বিজেপির গালভরা প্রতিশ্রুতির বেলুন। চরম অনিশ্চয়তার মুখে মহারাষ্ট্রের লেড়কি বহিন প্রকল্প। এই প্রকল্পেই ২১০০ টাকা করে মহিলাদের দেওয়া হবে নির্বাচনী বাজারে ফায়দা লুঠেছে গেরুয়া শিবির। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
আরও পড়ুন-মণিপুর হিংসা: মাথায় গুলি, শিশুর চোখ ওপড়ানো
এক্স হ্যান্ডেলে তাঁর কটাক্ষ, মানুষকে বোকা বানাতে মোদি কা গ্যারান্টি জুমলা ছড়িয়েছে নির্বাচনের মুখে। আশ্চর্যের বিষয়,মহারাষ্ট্রে সরকার গঠন হওয়ার আগেই, নির্বাচনী ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি ভাঙার পরিকল্পনা নিয়েছে তারা। লক্ষণীয়, ভোটের ফলপ্রকাশের পর একদিন যেতে না যেতেই মহারাষ্ট্রের আমলারা লড়কি বহিন যোজনার সাফল্যের সম্ভাবনা খতিয়ে দেখা এবং পুনর্বিবেচনার পক্ষে সওয়াল করছেন বলে জানা গিয়েছে। এখানেই অশুভ ইঙ্গিত দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ। আশঙ্কা একটাই, এত বিশাল অঙ্কের বোঝা টানতে পারবে না নতুন গেরুয়া সরকার। তাই এখন অজুহাত খুঁজছে যে কোনওভাবে যোজনাটি বাতিল করার।