প্রতিবেদন : মেগা নিলামের প্রথম দিন মিচেল স্টার্ককে ফেরানোর চেষ্টা করেও পায়নি কলকাতা নাইট রাইডার্স। আনরিখ নর্খিয়া এলেও ব্যাক আপ হিসেবে অস্ট্রেলিয়ার টি-২০ দলের বাঁ-হাতি পেসার স্পেনসার জনসনকে দলে নিল কেকেআর। যিনি স্টার্কের বিকল্প হিসেবে দলকে ভরসা দিতে পারেন।
নিলামের দ্বিতীয় দিন স্লগ ওভারে ঝড় তুলে বেশ কয়েকজন তারকাকে দলে নিয়েছে নাইটরা। তাঁদের মধ্যে অন্যতম ২৮ বছরের অস্ট্রেলীয় পেসার জনসন। ২.৮০ কোটিতে তাঁকে কিনেছে নাইটবাহিনী। তবে এদিন নাইটদের বড় চমক ছিল নিলামে একেবারে শেষের দিকে অজিঙ্ক রাহানে, মইন আলি ও স্পিড সেনসেশন উমরান মালিককে কিনে নেওয়া। দলে ফেরানো হয়েছে স্পিনার অনুকূল রায়কেও। নেওয়া হয়েছে কর্নাটকের তরুণ উইকেটকিপার-ব্যাটার লভনীত সিসোদিয়াকে।
আরও পড়ুন-বেআইনি বালি-পাথর খাদান বন্ধের নির্দেশ মুখ্যসচিবের
ভেঙ্কটেশ আইয়ারকে ফেরাতে অহেতুক অনেক টাকা খরচ করতে হয়েছে দলকে। তাই দ্বিতীয় দিন হাতে অর্থ তেমন ছিল না। তবু শেষ দিনের নিলামে স্কোয়াডের ফাঁকফোকর ভরাটের লক্ষ্যে বিকল্প খোঁজায় জোর দিয়েছিল নাইট ম্যানেজমেন্ট। সেই লক্ষ্যেই আন্দ্রে রাসেলেরও পরিবর্ত তৈরি রাখা। রাসেলের চোট প্রবণতা বরাবরই টিমের ভারসাম্য নষ্ট করে। তাই ভাল মানের পরিবর্ত চাইছিলেন ভেঙ্কি মাইসোররা। সেই পরিবর্ত অল্প দামেই পেয়ে গিয়েছে কেকেআর। দেড় কোটি টাকায় ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটার রোভমান পাওয়েলকে দলে নেওয়া হয়েছে। মিডল অর্ডারে পাওয়ার হিটিংয়ের পাশাপাশি মিডিয়াম পেস বোলিংটাও কমবেশি করেন পাওয়েল। রাসেলকে কোনও ম্যাচে পাওয়া না গেলে পাওয়েল ভরসা দিতে পারেন দলকে।
টপ অর্ডারের জন্য পুরনো নাইট মণীশ পাণ্ডেকে ফিরিয়েছে কেকেআর। আফগান ‘রহস্য স্পিনার’ আলি গাজানফরের জন্য বিড করেছিল কেকেআর। কিন্তু তাঁর দর ৪ কোটি পেরিয়ে যাওয়ায় বাজেট কম থাকায় হাল ছেড়ে দেয় তারা। আপাতত ২১ জনের স্কোয়াড। তবু থাকছে প্রশ্ন! কেকেআরে এবার এক্স ফ্যাক্টর কই? কার হাতেই বা উঠবে নেতৃত্বের ব্যাটন?