সান্দাকফুতে পৌঁছতে বাধ্যতামূলক মেডিক্যাল সার্টিফিকেট!

Must read

একাধিক পর্যটকের মৃত্যু সান্দাকফুতে (Sandakphu)। উদ্বিগ্ন দার্জিলিং জেলা প্রশাসন। এবার সেই কারণেই সান্দাকফুতে পৌঁছতে গেলে বাধ্যতামূলক মেডিক্যাল সার্টিফিকেট।

দেশে ১০ হাজার ফুটের থেকে বেশি উচ্চতায় ট্রেক করতে হলে থাকতে হবে মেডিক্যাল সার্টিফিকেট। এটাই নিয়ম। তবে এতদিন এই নিয়মের বাইরেই ছিল পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থানটি। সান্দাকফুর উচ্চতা প্রায় ১২ হাজার ফুট। এতদিন মেডিক্যাল সার্টিফিকেট ছাড়াই এই জায়গায় পৌঁছে যাওয়া যেত। এবার আর তা হবে না।

আরও পড়ুন-নৈহাটির বড়মার নামে ফেরিঘাট, হবে পুলিশ ফাঁড়ি, পুজো দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী

গত কয়েক বছরে সান্দাকফু ট্রেকে গিয়ে শ্বাসকষ্টজনিত সমস্যার জেরে একাধিক অভিযাত্রীর প্রাণহানি হয়েছে। দিন কয়েক আগে ভবানীপুরের একজন বাসিন্দার মৃত্যু হয়েছে সান্দাকফুতে বেড়াতে গিয়ে। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। সান্দাকফু (Sandakphu) বেড়ানোর আগে পর্যটকদের কী কী করতে হবে তা নিয়ে দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল নির্দেশিকা তৈরি করেন। তা কিছুদিনের মধ্যেই প্রকাশ হবে। নির্দেশিকায়
সান্দাকফু যাওয়ার জন্য জেলা প্রশাসনের অনুমতিপত্র থাকতেই হবে। অনুমতিপত্র পেতে গেলে সংশ্লিষ্ট ব্য়ক্তির মেডিক্যাল সার্টিফিকেট থাকাও বাধ্যতামূলক হতে চলেছে এবার।

Latest article