তবলাবাদক হত্যায় ধৃত সিরিয়াল কিলার

Must read

প্রতিবেদন : তবলা শিক্ষক খুনের (Tabla Player Murder Case) ঘটনায় ভিন রাজ্য থেকে একজনকে গ্রেফতার করল তদন্তকারী দল। গুজরাত থেকে গ্রেফতার করা হয়েছে ওই অভিযুক্তকে। ধৃতের নাম রাহুল ওরফে ভোলু। তদন্তকারীদের দাবি এই ধৃত রাহুল আদতে সিরিয়াল কিলার। মূলত লুটপাটের জন্যই তবলা বাদক (Tabla Player Murder Case) সৌমিত্র চট্টোপাধ্যায়কে খুন করেছেন তিনি। পুলিশ সূত্রে দাবি, দেশ জুড়ে বিভিন্ন ট্রেনে সে লুটপাট চালিয়ে শেষ পর্যন্ত খুন করে বেড়ায়। কাটিহার এক্সপ্রেস কামরা থেকে তবলা শিক্ষকের দেহ উদ্ধারের পরেই চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনায় ভালসাদ পুলিশের সঙ্গে হাওড়া পুলিশ যোগাযোগ করে। এদিকে, সম্প্রতি পাঁচ রাজ্যে এই ধরনের ঘটনা ঘটায় আগাম সতর্ক ছিল তদন্তকারী দল। ভালসাদ পুলিশ ও রেল পুলিশ বিভিন্ন দলে ভাগ হয়ে তদন্ত শুরু করে। খতিয়ে দেখা হয় এক হাজারের বেশি সিসিটিভি ফুটেজ। এরপরেই এমন এক ব্যক্তিকে চিহ্নিত করা হয়, যে প্রায় প্রত্যেকটি ভিডিওতেই রয়েছে। তার বৈশিষ্ট্য হল সে গড়নে লম্বা এবং তার এক পায়ে সমস্যা রয়েছে। এমনকী সিসিটিভিতে ধরা পড়েছে খুনের পর সে চাদর মুড়ে দিয়ে যাচ্ছে মৃতদেহের উপর।
এদিকে, ধৃতের কাছ থেকেও এমন কিছু চাদর পাওয়া গিয়েছে, যার সঙ্গে মৃতদেহগুলির গায়ে থাকা চাদর হুবহু মিলে যায়। ইতিমধ্যেই এই ঘটনায় সিআইডি ও হাওড়া জিআরপির একটি দল গুজরাতের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেখান থেকে অভিযুক্ত রাহুলকে নিয়ে আসা হবে কলকাতায়।

আরও পড়ুন-এবার ৬০-০, শিবপুর সমবায় ব্যাঙ্কের ভোটে জয় তৃণমূলের

Latest article