সচিব স্তরে বেশ কিছু রদবদল করল রাজ্য সরকার (West Bengal Government)। প্রশাসনিক সূত্রের খবর, রাজ্যের একজন সিনিয়র সচিব কেন্দ্রীয় সরকারের কাজে যোগ দেওয়ার ফলে এই রদবদল অনিবার্য হয়ে পড়েছিল।
জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রকের সচিব হয়ে দিল্লি চলে যাচ্ছেন সিনিয়ার আইএএস আধিকারিক সুব্রত গুপ্ত। তিনি বিজ্ঞান ,প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দফতর এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব ছিলেন। তাঁর জায়গায় উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রধান সচিবের দায়িত্বে এলেন খলিল আহমেদ। সঙ্গে জিটিএ প্রধান সচিবের অতিরিক্ত দায়িত্বও তিনি পালন করবেন। জিটিএ–র প্রধান সচিব ছিলেন বিজয় ভারতী। তিনি বিজ্ঞান, প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দফতরের সচিব হলেন। বিজ্ঞান, প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দফতরের বিভাগীয় সচিব ছিলেন স্মারকি মহাপাত্র। তিনি খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দফতরের সচিব হলেন।
আরও পড়ুন- দিল্লিতে সাংসদদের সঙ্গে মত বিনিময় অভিষেকের, নিলেন প্রত্যেকের এলাকার খোঁজ