জাপানের উত্তরাঞ্চলে ৬.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প

দেশটির অবকাঠামো প্রচণ্ড কম্পনেও সামলে ওঠার মত করেই তৈরী করা হয়েছে। তবে সেখানে ভবন নির্মাণ আইন মানা হচ্ছে কি না, সেটা নিয়মিত পর্যবেক্ষণ করা হয়।

Must read

জাপানের (Japan) উত্তরাঞ্চলে ৬.১ মাত্রার ভূমিকম্প (Earthquake) রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভূমিকম্পটি হোক্কাইডো প্রদেশে শনিবার রাতে আঘাত হানে। আপাতত কোন ক্ষতি বা হতাহতের খবর নেই।তবে ইউএস জিওলজিক্যাল সার্ভে এবং জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি জানিয়েছে সুনামির কোনরকম আশঙ্কা নেই। ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট ফর আর্থ সায়েন্স অ্যান্ড ডিজাস্টার রেজিলিয়েন্স (এনআইইডি) এই মর্মে জানিয়েছে ভূমিকম্পটি নেমুরো উপদ্বীপের ৬১ কিলোমিটার গভীরে আঘাত হানে। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এ থাকায় জাপানে ভূমিকম্প খুব সাধারণ ঘটনা। দেশটির অবকাঠামো প্রচণ্ড কম্পনেও সামলে ওঠার মত করেই তৈরী করা হয়েছে। তবে সেখানে ভবন নির্মাণ আইন মানা হচ্ছে কি না, সেটা নিয়মিত পর্যবেক্ষণ করা হয়।

আরও পড়ুন-হিলি দিয়ে পেঁয়াজ ও আলু রফতানি বন্ধ বাংলাদেশে

চলতি বছর অগাস্ট মাসেও ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপানের দক্ষিণ প্রান্ত। কিইউশু দ্বীপে এই ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেবার কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.১। জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকে ভূমিকম্পের কম্পনের মাত্রা প্রাথমিকভাবে ৬.৯ জানিয়েছিল। পরে যদিও সেটা ৭.১ হয়েছে বলে জানা যায়। ভূমিকম্পটি জাপানের দক্ষিণের প্রধান দ্বীপ কিউশুর পূর্ব উপকূলে প্রায় ৩০ কিলোমিটার গভীরে কেন্দ্রীভূত হয়েছিল। জাপানের সরকার সেই সময়ে পরিস্থিতির দিকে নজর রাখতে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছিল।

Latest article