নানুরে নতুন পঞ্চায়েত ভবন উদ্বোধনে কাজল

এখানে দূরদূরান্ত থেকে পঞ্চায়েত পরিষেবা নিতে আসা মানুষের জন্য বসার ব্যবস্থা, পানীয় জল, অত্যাধুনিক মানের শৌচাগার রয়েছে।

Must read

সংবাদদাতা, নানুর : নানুরের জলুন্দিতে নতুন গ্রাম পঞ্চায়েত অফিসের সূচনা করলেন জেলা সভাধিপতি কাজল শেখ। আগে একটি ভগ্নপ্রায় বাড়িতে পঞ্চায়েত অফিসের কাজকর্ম চলত বলে জানা গিয়েছে। তাতে মানুষকে পরিষেবা দিতে সমস্যায় পড়তে হত পঞ্চায়েত কর্মীদের। তারপরই জেলা পরিষদ সিদ্ধান্ত নেয় নতুন গ্রাম পঞ্চায়েত ভবন গড়ে তোলার।

আরও পড়ুন-পৌষমেলার আগেই বিশ্বভারতীর উদ্যোগে হচ্ছে রবীন্দ্রছবির প্রদর্শনী

কাজল জানিয়েছেন, প্রায় ৪০ লক্ষ ৭০ হাজার টাকায় নতুন এই ভবনটি নির্মাণ করা হয়েছে। এখানে দূরদূরান্ত থেকে পঞ্চায়েত পরিষেবা নিতে আসা মানুষের জন্য বসার ব্যবস্থা, পানীয় জল, অত্যাধুনিক মানের শৌচাগার রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় বলেন, গ্রামের মানুষ অত্যন্ত সহজ সরল, সরকারি পরিষেবা নিতে তাঁরা বহু দূর থেকে পঞ্চায়েত অফিসে আসেন, তাই পঞ্চায়েত অফিসে মানুষের ন্যূনতম প্রয়োজনীয় পরিষেবার ব্যবস্থা রাখতে হবে। এই ভবন থেকেই এবার জলুন্দি গ্রাম পঞ্চায়েতের সব কাজকর্ম চলবে। মানুষেও সব ধরনের পরিষেবা পাবেন।

Latest article