কর্তারা খুশি, ধন্দ নাইট নেতা নিয়েই

জেড্ডায় দু’দিনের মহানিলাম শেষে কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর বলেছেন, ‘‘যে স্কোয়াড আমরা হাতে পেয়েছি তাতে খুশি।

Must read

প্রতিবেদন : গতবার ফাইনাল খেলা চ্যাম্পিয়ন দলের ন’জন ক্রিকেটার রয়েছে এবারের স্কোয়াডে। মেগা নিলাম থেকে যে দল গড়েছে কেকেআর, তাতে খুশি ম্যানেজমেন্ট। কিন্তু খেতাব ধরে রাখার কঠিন পরীক্ষা হতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সের সামনে। নতুন অধিনায়ক নির্বাচন করাটাও চ্যালেঞ্জিং ম্যানেজমেন্টের কাছে।
জেড্ডায় দু’দিনের মহানিলাম শেষে কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর বলেছেন, ‘‘যে স্কোয়াড আমরা হাতে পেয়েছি তাতে খুশি। নিলামে সবসময় উত্থান-পতন থাকে। স্নায়ুর চাপ সামলে নানা অঙ্ক মুহূর্তের মধ্যে বদলে ফেলতে হয়। তবে আমাদের ম্যানেজমেন্ট টিম নির্দিষ্ট পরিকল্পনা মেনেই দুর্দান্ত কাজ করেছে। নিলামে সবসময় একটা কৌশল নিতে হয়। শেষ দিকে আমরা যেভাবে দলগঠন সম্পূর্ণ করেছি এবং সমস্ত বক্সে টিক দিতে পেরেছি তাতে আমি দারুণ খুশি।’’

আরও পড়ুন-নানুরে নতুন পঞ্চায়েত ভবন উদ্বোধনে কাজল

খাতায়-কলমে কেকেআর টিমে ভারসাম্য রয়েছে সেটা বলাই যায়। গতবারের কোর গ্রুপ ধরে রাখার পাশাপাশি কম দামে ভাল মানের নতুন প্লেয়ারকেও নেওয়া হয়েছে। তারুণ্য ও অভিজ্ঞতার মিশ্রণে দল। নাইট কর্তা দল নিয়ে প্রচণ্ড আশাবাদী হলেও কতটা শক্তিশালী এবারের কেকেআর, সেটা মাঠেই বোঝা যাবে। গতবারের ট্রফিজয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ার না থাকায় সবার আগে নেতা নির্বাচন করা জরুরি। চারটে নাম ভাসছে। ২৩.৭৫ কোটিতে ফেরানো ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে আন্দ্রে রাসেল, কুইন্টন ডি’কক ও রোভমান পাওয়েল দৌড়ে। উঠে আসছে আজিঙ্ক রাহানের নামও। কিন্তু রাহানে কি নিয়মিত প্রথম একাদশে থাকবেন? নাকি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে তাঁকে বেশি ভাবা হবে? নেতৃত্ব নিয়ে ধোঁয়াশা রেখে কেকেআর সিইও বললেন, ‘‘আমরা নেতৃত্ব নিয়ে কোনও সিদ্ধান্ত নিইনি। সবে নিলাম শেষ হল। আলোচনা করার এবং সব দিক ভেবে দেখার জন্য একটু সময় চাই। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’’

Latest article