শিন্ডেকে বাইরে থেকে সমর্থনের বার্তা মহাবিকাশ আঘাড়ির! মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে? এখনও গভীর অনিশ্চয়তা গেরুয়া শিবিরে

মহাবিকাশ আঘাড়ির পক্ষ থেকে শিন্ডেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, নিজেদের ইগো বিসর্জন দিয়েই তারা মুখ্যমন্ত্রী পদে সমর্থনে প্রস্তুত শিন্ডেকে।

Must read

প্রতিবেদন: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে গেরুয়া শিবিরের অনিশ্চয়তার অন্ধকার আরও গাঢ় হচ্ছে। একনাথ শিন্ডে নিজের অবস্থানে অনড়, মুখ্যমন্ত্রিত্বের দাবি থেকে সরতে রাজি নন একচুলও। এই পরিস্থিতিতে বাতাসে ভেসে বেড়াতে শুরু করেছে একটি চাঞ্চল্যকর খবর, একনাথ শিন্ডেকে বিজেপি মুখ্যমন্ত্রী না করলে ওই পদে তাঁকে বাইরে থেকে সমর্থন করতে পারে ইন্ডিয়া জোট। মহাবিকাশ আঘাড়ির পক্ষ থেকে শিন্ডেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, নিজেদের ইগো বিসর্জন দিয়েই তারা মুখ্যমন্ত্রী পদে সমর্থনে প্রস্তুত শিন্ডেকে। ফলে মহাবিকাশ আঘাড়ির সমর্থন নিয়ে শিন্ডে মুখ্যমন্ত্রীর পদ ধরে রাখতে পারলে নিঃসন্দেহে জোর ধাক্কা খাবে বিজেপি। স্বাভাবিকভাবেই মারাঠাভূমে এই নিয়ে এখন জল্পনা তুঙ্গে।

আরও পড়ুন-বিজেপির মধ্যপ্রদেশে রহস্যজনক বিস্ফোরণ বাড়িতে, হত ২ মহিলা

এই জল্পনা আর অনিশ্চয়তার মধ্যেই মঙ্গলবার পদত্যাগপত্র জমা দিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী শিন্ডে। ২৬ নভেম্বর বিধানসভার কার্যকাল শেষ হওয়ায় রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণনের কাছে ইস্তফাপত্র পেশ করেন তিনি। সঙ্গে ছিলেন মহায্যুতিতে মুখ্যমন্ত্রিত্বের দাবিদার হিসাবে তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ এবং তাঁর প্রতি সমর্থনের হাত বাড়িয়ে দেওয়া অজিত পাওয়ারও। সবমিলিয়ে বিজেপির একমাত্র পছন্দের ফড়নবিশের সঙ্গে শিন্ডের দড়ি টানাটানি অব্যাহত। আরও ঘোলা হচ্ছে গেরুয়া শিবিরের জল। শিবসেনার মুখপাত্র সাংসদ নরেশ মাসকে শিন্ডের মুখ্যমন্ত্রিত্বের পক্ষে জোরালো সওয়াল করতে গিয়ে তুলে ধরেছেন বিহারের উদাহরণ। ব্যবহার করেছেন উদ্ধব গোষ্ঠীর নেতা সঞ্জয় রাউতের বক্তব্যকেও। নরেশ মাসকে বুঝিয়ে দিয়েছেন, বিজেপি যে শরিকদলগুলোকে ব্যবহার করে ফেলে দেয় না, তা প্রমাণ করার দায়িত্ব তাদেরই। কিন্তু জল যেদিকে গড়াচ্ছে তাতে মহারাষ্ট্রে পরবর্তী মুখ্যমন্ত্রী বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ আদৌ হতে পারবেন কি না, তা নিয়ে প্রবল চাপে নরেন্দ্র মোদির দল।

Latest article