প্রতিবেদন : কেন্দ্রীয় সরকার তাজপুর বন্দরের ছাড়পত্র দিচ্ছে না। এক বছরের বেশি সময় ধরে রাজনৈতিক উদ্দেশ্যপূরণের জন্য আটকে রেখে দিয়েছে। দিনের পর দিন এই অনুচিত কাজ করে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রক। মঙ্গলবার নয়াদিল্লিতে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শিল্প-বাণিজ্য মন্ত্রী শশী পাঁজা চড়া সুরেই আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে। তিনি বলেন, সমস্ত ছাড়পত্র মিলে গিয়েছে আগেই, কিন্তু বন্দরের ছাড়পত্র আটকে রেখেছে স্বরাষ্ট্রমন্ত্রক।
আরও পড়ুন-৫,০৪,৩১৩ ‘অতিরিক্ত’ ভোট? মহারাষ্ট্রে প্রদত্ত ও গণনা হওয়া ভোটের বিরাট ফারাক
তিনি আরও বলেন, লক্ষ্মীর ভাণ্ডার কোনও রাজনৈতিক প্রকল্প নয়, এটা সামাজিক উন্নয়নমুলক প্রকল্প। যারা এই প্রকল্পকে নিয়ে রাজনীতি করছেন, তারা ঠিক কাজ করছেন না। তাঁর কথায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজ্যে এই প্রকল্প শুরু করেছিলেন, তখন অনেকেই এই প্রকল্পের বিরোধিতা করেছেন। বিরোধীরা প্রকল্পকে অপমান করেছেন। বলেছেন, তারা ক্ষমতায় এলে প্রকল্পের টাকা ডাবল করে দেওয়া হবে৷ মহিলাদের সম্মান প্রদানটা অনেক বড় বিষয়। শুধু হাজার টাকা দেবো, ২০০০ টাকা দেবো, এটা বলা ঠিক নয়। তারপরেও লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে রাজনীতি করার চেষ্টা করা হয়েছে, এটা খুবই দুর্ভাগ্যজনক৷ যারা একদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে অপমান করেছে, তারাই পরবর্তীকালে এই প্রকল্পের সুফল পেয়েছে এবং তার অনুকরণ করতে শুরু করেছে৷ এখন নিন্দুকদের ঘুম ভেঙেছে, এখন বুঝতে পারছে মহিলাদের ক্ষমতায়নের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই প্রকল্প৷ মহারাষ্ট্রের আমলারা বলছেন, এই প্রকল্প চালানোর মত আর্থিক সঙ্গতি নেই।