প্রতিবেদন : ইভিএমের পরিবর্তে নির্বাচনের জন্য কাগজের ব্যালটে ভোটিং পদ্ধতির পুনঃপ্রবর্তন এবং অন্যান্য বেশ কয়েকটি নির্বাচনী সংস্কারের দাবি জানিয়ে দাখিল করা আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতে মামলার আবেদনকারী দাবি করেছিলেন, চন্দ্রবাবু নাইডু এবং জগনমোহন রেড্ডি-সহ একাধিক রাজনৈতিক নেতা এবং দল তাঁর এই দাবিকে সমর্থন করেছেন।
আরও পড়ুন-দুর্নীতির দায়ে সস্ত্রীক গ্রেফতার বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক
বিচারপতি বিক্রম নাথ এবং পি বি ভারালের বেঞ্চ আবেদনকারীর জনস্বার্থ মামলা খারিজ করে কটাক্ষের সুরে বলেন, যখন চন্দ্রবাবু নাইডু বা জগনমোহন রেড্ডি হেরে যান, তখন তাঁরা ইভিএম কারচুপির অভিযোগ তোলেন। কিন্তু জিতলে ইভিএম নিয়ে কোনও অভিযোগ জানান না। তাহলে আমরা কীভাবে এটা দেখব? আমরা আবেদন খারিজ করছি। এটি সেই জায়গা নয় যেখানে আপনি এই বিষয়ে রাজনৈতিক তর্ক করতে পারেন। প্রসঙ্গত, আবেদনকারী ধর্মপ্রচারক ডাঃ কে এ পল যুক্তি দিয়েছিলেন যে ইভিএম-এর সঙ্গে কারচুপি করা যেতে পারে। তাই ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলির অনুশীলন অনুসরণ করা উচিত যারা নির্বাচনে ব্যালট ব্যবহার করে।