কল্যাণী মেডিক্যালের ৪১ পড়ুয়ার সাসপেনশনে অন্তর্বর্তী স্থগিতাদেশ

Must read

প্রতিবেদন : থ্রেট কালচারের অভিযোগে ৪১ ডাক্তারি পড়ুয়াকে কল্যাণী মেডিক্যাল কলেজের সাসপেনশনে স্থগিতাদেশ হাইকোর্টের (Calcutta high Court)। মঙ্গলবার এই মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। এদিন শুনানিতে সাসপেন্ডেড পড়ুয়াদের পক্ষে ভার্চুয়াল মাধ্যমে সওয়াল করেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গত ১৭ সেপ্টেম্বর ৪১ পড়ুয়ার বিরুদ্ধে কল্যাণী জেএনএম মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের কাছে থ্রেট কালচারের অভিযোগ জমা পড়ে। ৪৮ ঘণ্টার মধ্যে কোনওরকম তদন্ত ছাড়াই অভিযুক্ত ছাত্রছাত্রীদের সাসপেন্ড করে দেওয়া হয়। ক্লাস করার ক্ষেত্রে, এমনকী ক্যাম্পাসে ঢোকার ক্ষেত্রেও জারি হয় নিষেধাজ্ঞা। মঙ্গলবার কলেজ কর্তৃপক্ষের সেই নির্দেশের বিরুদ্ধে পড়ুয়াদের করা মামলা ওঠে কলকাতা হাই কোর্টে। দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে পড়ুয়াদের হয়ে সওয়াল করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, যেভাবে কোনও কিছু না দেখেই বেছে বেছে শুধুমাত্র তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত পড়ুয়াদেরই সাসপেন্ড করা হয়েছে, এটাই তো থ্রেট কালচার। শুনানি শেষে বিচারপতি অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দেওয়ায় আগামী শুনানি পর্যন্ত ওই ৪১ পড়ুয়ার স্বাভাবিক পঠন-পাঠনে আর কোনও বাধা রইল না। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী বছরের ৮ জানুয়ারি।

আরও পড়ুন- ধর্মীয় বিভাজন বাড়াতে এবার হাতিয়ার ওয়াকফ

Latest article