প্রতিবেদন : প্রথম দুই ম্যাচে দাপুটে জয়ে সৈয়দ মুস্তাক আলি টি-২০তে দুর্দান্তভাবে অভিযান শুরু করেছে বাংলা (Bengal vs Mizoram)। বুধবার দিনের বেলায় ম্যাচ। সামনে মিজোরাম। তবে প্রতিপক্ষ প্রথম দুই ম্যাচে হেরেছে। তবু বাংলা শিবির তাদের সমীহ করছে। কারণ, টি-২০ ফরম্যাটে কোনও দলই কমজোরি নয় বলে মনে করছে বঙ্গ শিবির। পরপর দুই ম্যাচ জিতে গ্রুপে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বাংলা। মধ্যপ্রদেশ ও রাজস্থান সমান পয়েন্টে থাকলেও বাংলার থেকে নেট রান রেটে এগিয়ে থাকায় প্রথম দুইয়ে রয়েছে তারা। নক আউটে যেতে হলে সব ম্যাচই জেতা জরুরি।
আরও পড়ুন- কল্যাণী মেডিক্যালের ৪১ পড়ুয়ার সাসপেনশনে অন্তর্বর্তী স্থগিতাদেশ
রাজকোটের মূল স্টেডিয়ামের পাশের ‘সি’ গ্রাউন্ডে খেলা। উইকেট ম্যাচ শুরুর আগে দেখে টিম কম্বিনেশন ঠিক করবে বাংলা (Bengal vs Mizoram)। কোচ লক্ষ্মীরতন শুক্লা বললেন, ‘‘মিজোরাম প্রথম দুই ম্যাচ হারলেও ওরা দেড়শোর উপর রান করছে। টি-২০ ম্যাচে সবাই সমান। হাল্কাভাবে নিলে ভুগতে হবে। আমরা পাঞ্জাব ও হায়দরাবাদ ম্যাচ যে মানসিকতা নিয়ে খেলেছি, এই ম্যাচেও আমাদের লক্ষ্য একই থাকবে। জয়ের ছন্দ ধরে রাখাই লক্ষ্য দলের।’’ মিজোরাম ম্যাচে প্রথম একাদশে দু’একটি বদল হতে পারে।