ভারত-ভুটান যৌথ নদী কমিশন, উদ্যোগী রাজ্য

এই মর্মে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে উদ্যোগী হওয়ার বার্তা দিয়েছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : ভারত-ভুটান যৌথ নদী কমিশন গঠনে উদ্যোগী হল রাজ্য। এ-বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে অবিলম্বে আবেদন জানাতে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই মর্মে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে উদ্যোগী হওয়ার বার্তা দিয়েছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-বাংলার একাধিক ইস্যু-বঞ্চনা নিয়ে সরব হতেই সংসদ সচল থাকুক, চাইছে তৃণমূল কংগ্রেস

বুধবার আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল বিষয়টি নিয়ে অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, ভুটানের নদীর জলে শুধু রাজ্যে প্লাবন তৈরি হচ্ছে না, ওইসব নদীর জলে ডলোমাইটের পরিমাণ অত্যাধিক বেশি। সেই নদীর জল বাংলায় ঢুকে দূষিত করছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের কোনও হেলদোল নেই। বিরোধী দলনেতার সম্মতিক্রমে মুখ্যমন্ত্রী এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করে একটি সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানোর নির্দেশ দেন। কিন্তু এই বিষয়ে বিজেপি পরিষদীয় দল তেমন কোনও উৎসাহ এখনও পর্যন্ত দেখায়নি। এরপরই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় পরিষদীয়মন্ত্রীকে এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে তিনি জানান, বিজেপির কেউ কেন্দ্রের কাছে যেতে রাজি না হলে শাসকদলের বিধায়কদের একটি প্রতিনিধিদল পাঠাতে হবে। সে-ব্যাপারে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করার কথাও জানান তিনি।

Latest article