পর্যটকদের জন্য বিশেষ ভাবনা জেলা পরিষদের, প্রকল্পে ব্যয় ১৫ লক্ষ, রসিকবিলে জলপ্রকল্পের শিলান্যাস

রাজ্য সরকারের পঞ্চদশ পরিকল্পনায় রসিক বিল (Rasik Bil) প্রকৃতি পর্যটন কেন্দ্রে পানীয় জলের প্রকল্পের শিলান্যাস হল বুধবার।

Must read

সংবাদদাতা, কোচবিহার : পর্যটনে বিশেষ জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উদ্যোগেই পর্যটনকেন্দ্রগুলি ঢেলে সাজচ্ছে। পাশাপাশি শীতের মুখে পর্যটকদের জন্য বিশেষ ভাবনা তৃণমূল কংগ্রেস পরিচালিত কোচবিহার জেলা পরিষদের। রাজ্য সরকারের পঞ্চদশ পরিকল্পনায় রসিক বিল (Rasik Bil) প্রকৃতি পর্যটন কেন্দ্রে পানীয় জলের প্রকল্পের শিলান্যাস হল বুধবার। জেলাপরিষদের সভাধিপতি সুমিতা বর্মন বলেন, ১৫ লক্ষ টাকা ব্যায়ে রসিকবিলের ভেতরে জমিতে শুরু হবে এই প্রকল্পের কাজ। জানা গেছে বাম আমলে এই রসিকবিল পর্যটন কেন্দ্রটি ছিল অবহেলিত। তৃণমূল কংগ্রেসের সরকার ক্ষমতায় আসার পরে এই পর্যটন কেন্দ্রটিকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে।

আরও পড়ুন-মহিলাকর্মীদের নিরাপত্তার প্রকল্পে অন্তর্ভুক্ত রানাঘাট মহকুমা হাসপাতাল, রাজ্যের রাত্রির সাথী- তে বরাদ্দ ২৩ লক্ষ

এরপরে পর্যটকদের ঢল নেমেছে রসিকবিল পর্যটন কেন্দ্রে। অসম বাংলা সীমানা লাগোয়া তুফানগঞ্জের রসিকবিল প্রকৃতি পর্যটন কেন্দ্রে প্রতিবছর শীতে ভিড় জমে মূলত দূরদূরান্ত থেকে আসা পরিযায়ী পাখিদের টানে। এছাড়াও এই রসিকবিলের এনক্লোজারে চিতাবাঘ হরিণ অজগর রং বেরংয়ের বিদেশি পাখি তো আছেই। তবে পর্যটকদের বেড়াতে এসে স্থায়ী পানীয় জলের ব্যবস্থা ছিল না এতদিন। এবারে সেই সমস্যার স্থায়ী সমাধান করতে চলেছে কোচবিহার জেলাপরিষদ। জানা গেছে এদিন রসিকবিল প্রকৃতি পর্যটন কেন্দ্র পরিদর্শন করেছেন সভাধিপতি ও কর্মাধ্যক্ষরা। তারা ঘুরে দেখেন চিতাবাঘ সহ নানা পশুপাখিদের এন ক্লোজার। ছিলেন কোচবিহার বন দফতরের আধিকারিকরা। জানা গেছে রসিকবিলের উন্নয়নের জন্য আর কি প্রয়োজন সেব্যাপারে বন দফতরের সঙ্গে আলোচনা করেছেন সভাধিপতি। জানা গেছে যাতে এই শীতে আরও বেশি পর্যটক আসেন রসিকবিলে তাই পরিকাঠামো উন্নয়নে যাযা প্রয়োজন তা করবে কোচবিহার জেলাপরিষদ।

Latest article