সেই সুনীলেই স্বপ্নভঙ্গ উজ্জীবিত মহামেডানের

এরপর লড়াই হয়েছে সমানে-সমানে। পিছিয়ে পড়ে বেঙ্গালুরু ম্যাচে সমতা ফেরাতে মরিয়া হয়। কিন্তু সাদা-কালো ডিফেন্সের দুর্গ ভেদ করতে পারেনি।

Must read

প্রতিবেদন : ফের মহামেডান সমর্থকদের হৃদয়ভঙ্গ। কিশোরভারতীতে ঘরের মাঠে ৮২ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও সেই শেষ মুহূর্তে গোল হজম করে হার। ঘরের মাঠে মহামেডানের জেতা ম্যাচ একা ছিনিয়ে নিয়ে গেলেন সুপারসাব সুনীল ছেত্রী। গোটা ম্যাচে দাপুটে ফুটবল খেলেও শূন্য হাতে ফিরতে হল আন্দ্রে চেরনিশভের দলকে। সুনীলের গোলে ২-১ গোলে মহামেডানকে হারাল বেঙ্গালুরু এফসি। সংযুক্ত সময়ের শেষ মিনিটে দ্বিতীয় গোলটি সুনীলের হেড থেকে হলেও বল মহামেডান ডিফেন্ডার ফ্লোরেন্টের শরীর স্পর্শ করে জালে জড়ানোয় আত্মঘাতী গোল দেওয়া হয়েছে। মহামেডান গোলকিপার ভাস্কর রায়ের যাবতীয় লড়াই ব্যর্থ। জিতে মোহনবাগানকে টপকে ফের শীর্ষে উঠে এল বেঙ্গালুরু। ৯ ম্যাচে ২০ পয়েন্ট সুনীলদের।
জাতীয় দল থেকে অবসর নিলেও সুনীল বোঝালেন, এখনও তাঁর অনেক কিছু দেওয়ার আছে। অনন্য একটি নজিরও গড়ে ফেললেন ভারতের সর্বকালের সেরা গোলস্কোরার। আইএসএলে মহামেডানের বিরুদ্ধে প্রথম খেলেই গোল করলেন। সেইসঙ্গে একমাত্র ফুটবলার হিসেবে দেশের সেরা লিগে সব দলের বিরুদ্ধে গোল করার নজির গড়লেন সুনীল।

আরও পড়ুন-গ্রামের মহিলাদের মাশরুম প্রশিক্ষণ দিয়ে আয়ের উৎস গড়ে দিচ্ছে রাজ্য

ম্যাচের শুরুটা মহামেডান দুর্দান্ত করেছিল। আক্রমণে ঝড় তুলে বেঙ্গালুরু রক্ষণে ত্রাসের সঞ্চার করেছিল মহামেডান। যার সুফল তারা পায় ৮ মিনিটেই। মানজোকির অসাধারণ হেডে গোল। মহামেডান এগিয়ে যায় ১-০ ব্যবধানে।
এরপর লড়াই হয়েছে সমানে-সমানে। পিছিয়ে পড়ে বেঙ্গালুরু ম্যাচে সমতা ফেরাতে মরিয়া হয়। কিন্তু সাদা-কালো ডিফেন্সের দুর্গ ভেদ করতে পারেনি। পাল্টা আক্রমণে ব্যবধান বাড়ানোর সুযোগ থাকলেও মানজোকি, রেমসাঙ্গারা তা কাজে লাগাতে পারেননি। যখন ঘরের মাঠে মহামেডানের প্রথম জয় নিশ্চিত মনে হচ্ছিল, তখনই নাটকীয়ভাবে ম্যাচে ফিরে আসে বেঙ্গালুরু। সুপারসাব সুনীল মহামেডানের আশায় কার্যত একা জল ঢেলে দেন। প্রথমে ৮২ মিনিটে পেনাল্টি থেকে গোলশোধ করেন সুনীল। এরপর ম্যাচের সংযুক্ত সময়ের শেষ মিনিটে দুর্দান্ত হেডে জয় ছিনিয়ে আনেন বেঙ্গালুরুর জন্য। গোটা ম্যাচে গোলের নিচে অপ্রতিরোধ্য ছিলেন মহামেডান কিপার ভাস্কর। কিন্তু শেষটা হতাশার।

Latest article