প্রতিবেদন: প্রতি বছরই দুর্গাপুজো, কালীপুজোর সময় উত্সবের আবহে ঘুরতে যাওয়ার পূর্ব নির্ধারিত ট্রেনের টিকিট বাতিল করেন অনেক রেল যাত্রী৷ এই খাতে মোটা টাকা আয় হয় রেলের। কারণ, প্রতিটি টিকিট বাতিলের সময়ে একটি ক্যানসেলেশন চার্জ কাটা হয় রেলের তরফে৷ এই টিকিট বাতিল খাতে মোট কত টাকা আয় করেছে ভারতীয় রেল, সেই অঙ্ক তারা প্রকাশ করতে রাজি নয়৷
আরও পড়ুন-রেলের সুরক্ষা কবচ, অভিষেকের প্রশ্নের উত্তর নেই রেলমন্ত্রীর
শুনতে অবাক লাগলেও এই ঘটনাই সামনে এসেছে বুধবার, তৃণমূল কংগ্রেসের দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়ের লিখিত প্রশ্নের উত্তরে৷ সাংসদ মালা রায় রেল মন্ত্রকের কাছে জানতে চেয়েছিলেন, চলতি বছরের উত্সবের মরশুম অর্থাত্ ১ সেপ্টেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সময়ে টিকিট বাতিল খাতে মোট কত টাকা ঘরে তুলেছে ভারতীয় রেল ? তৃণমূল সাংসদের এই প্রশ্নের জবাব দিতে গিয়ে রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দাবি, এই ক্ষেত্রে আলাদা করে টিকিট বাতিল খাতে কত টাকা আয় হয়েছে তার কোনও হিসেব রাখা হয়নি৷ রেল মন্ত্রীর এই অবস্থানের তীব্র নিন্দা করেছে তৃণমূল৷ সাংসদ মালা রায়ের লিখিত প্রশ্নের জবাবে রেল মন্ত্রীর দাবি, ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অর্থাৎ উৎসবের মরশুমে টিকিট বিক্রি থেকে রেলের লাভের অঙ্ক ১২,১৫৯.৩৫ কোটি টাকা।