প্রতিবেদন : দেশের অন্যান্য রাজ্যের তুলনায় এ রাজ্যে অনেক বেশি গণতন্ত্র রয়েছে বলে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন। বিধানসভায় বুধবার সংবিধান দিবসের উপর আলোচনার দ্বিতীয় দিনে জবাবি ভাষণে অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় বলেন, রাজ্যে যে গণতন্ত্র রয়েছে তার সব থেকে বড় উদাহরণ বিধানসভা। যেখানে বিরোধীরা যা ইচ্ছে তাই বলার সুযোগ পান। তাদের মার্শাল দিয়ে বের করে দেওয়া হয় না। এর আগে বিরোধী দলের সদস্যরা আলোচনায় অংশ নিয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ-সহ একাধিক অভিযোগ আনেন। তার জবাবে একথা বলেন অধ্যক্ষ।
আরও পড়ুন-বাতিল টিকিট বাবদ আয়ের কোনও হিসাবই রাখেনি রেল
তিনি জানান, ২০২১ সালে বিরোধী বিধায়ক সংখ্যা ছিল ৭৮ জন। গতকালই বিরোধী দলনেতা অভিযোগ করেন সংবিধান রক্ষার কথা বললেও বিধানসভায় ২০১৬-তে বাম কংগ্রেসকে ১৫ স্ট্যান্ডিং কমিটি দিলেও তাদের দেওয়া হয়নি। অধ্যক্ষ বলেন ৪২টি স্থায়ী কমিটির মধ্যে ৩৭টি কমিটিতে বিরোধীদের রাখা হয়েছিল। দশজনকে স্থায়ী কমিটির চেয়ারম্যানের পদ দেওয়া হয়েছিল। তাদের মধ্যে ৮ জন পদত্যাগ করেন। আমন্ত্রণ জানানো হলেও বিধানসভার প্ল্যাটিনাম জয়ন্তী অনুষ্ঠান-সহ সমস্ত অনুষ্ঠানে বিরোধী দলনেতা-সহ বিরোধী দলের কোনও সদস্যই যোগ দেন না বলে অধ্যক্ষ অভিযোগ করেন। তার পাশাপাশি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, স্নেহাশিস চক্রবর্তী, সিদ্দিকুল্লা চৌধুরীর মতো সরকারপক্ষের বক্তারা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন ও গণতন্ত্র ক্ষুন্ন করার অভিযোগ তোলেন। আলোচনা শেষে প্রস্তাবটি সভায় গৃহীত হয়