শীতের মরশুমে রাজ্যের সর্বত্রই বাড়বে পর্যটকদের আনাগোনা। এবার দিঘায় (Digha) পর্যটকদের জন্য থাকছে নতুন চমক। এবার প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয় করে চৈতন্য দ্বার তৈরির কাজ শুরু হল দীঘাতে।
আরও পড়ুন-মণিপুরে নৃশংসভাবে ক্ষতবিক্ষত ১০ মাসের শিশুর দেহ, এল ময়নাতদন্ত রিপোর্ট
পুরনো জগন্নাথদেবের মন্দির সংলগ্ন প্রবেশ পথের মুখে এই সুবিশাল চৈতন্য দ্বার তৈরি হবে। চৈতন্যদেবের নামাঙ্কিত এই প্রবেশদ্বারের মাধ্যমে চৈতন্য মহাপ্রভুর জীবনচর্চার কাহিনী তুলে ধরা হবে। সেখানে থাকবে চৈতন্যদেবের অন্তর্ধান রহস্য। কথায় ও ছবির মধ্যে দিয়েই তুলে ধরা হবে সেই সব ঘটনা। মাসির বাড়িতে ঢোকার আগে চোখে পড়বে এই চৈতন্য-দ্বার। ইতিমধ্যেই মাটি পরীক্ষার পর কাজ শুরু হয়ে গেছে। ঠিকাদার এই মর্মে জানিয়েছেন মাপ নেওয়া হয়ে গিয়েছে। এবার কাজ শুরুর হতে চলেছে। খুব দ্রুত কাজ করে এই প্রকল্পটি শেষ করার পরিকল্পনা করা হচ্ছে। এবার থেকে পর্যটকরা দিঘায় এসে জগন্নাথ মন্দির ছাড়াও এই চৈতন্য দ্বার দেখারও সুযোগ পাবেন।
দিঘায় জগন্নাথ মন্দিরের কাজ শেষ পর্যায়ে। চৈতন্য দ্বার তৈরী হয়ে গেলে দিঘার আকর্ষণ অনেকাংশেই বাড়বে।