একাধিক ইস্যুতে বিধানসভায় স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

তবে আন্তর্জাতিক বিষয়ে রাজ্য যে কিছু বলবে না সেই কথাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই বিষয়টি দিল্লির।

Must read

প্রতিবেদন : বৃহস্পতিবার বিধানসভায় বাংলাদেশের ঘটনায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যে কোনও ধর্মের মানুষের উপর অত্যাচারের ঘটনা নিন্দনীয়। অন্য দেশেও যদি কোনও ধর্মের মানুষের উপর অত্যাচার করা হয় তাহলে আমরা সেটাকেও সমর্থন করি না। বাংলাদেশের নাম না নিয়েই এদিন তিনি সমালোচনা করেন এমন ঘটনার। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইসকনের প্রধানের সঙ্গে দু’বার কথা হয়েছে তাঁর।

আরও পড়ুন-কর্মবিরতির সময়ে স্বাস্থ্যসাথীর অপব্যবহারের তদন্ত করে শাস্তি

তবে আন্তর্জাতিক বিষয়ে রাজ্য যে কিছু বলবে না সেই কথাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই বিষয়টি দিল্লির। তাই এই ব্যাপারে রাজ্য কোনও মন্তব্য করবে না। তাঁর কথায়, আমার সরকারের পলিসি হল অন্য দেশের ব্যাপার হলে আমরা কেন্দ্র সরকারের সঙ্গে একসঙ্গে থাকব। এদিন রাঁচি থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী ফের বলেন, গোটা বিষয়টি অত্যন্ত দুঃখজনক। কিন্তু এখানে আমাদের ভূমিকা সীমিত। আমাদের ভাষা, সংস্কৃতি সবই এক। গত এক বছর ধরে যা ঘটছে তা অনভিপ্রেত। ভারত সরকার বাংলাদেশের সঙ্গে কথা বলতে পারে।
বাংলাদেশ পশ্চিমবঙ্গের পড়শি দেশ হওয়ার পরেও সংখ্যালঘু হিন্দুদের উপর যা অত্যাচারের ঘটনা সেখানে ঘটেছে ও সমাজমাধ্যমে যে সব ছবি পাওয়া যাচ্ছে, সবটা নিয়েই নবান্নের উৎকণ্ঠা রয়েছে।

Latest article