সন্ন্যাসীদের সামনে রেখে পুলিশকে হামলা বিজেপির

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে কলকাতায় সন্ন্যাসীদের মিছিলে হামলা চালাল বিজেপি (BJP) । চলল চূড়ান্ত অসভ্যতা।

Must read

প্রতিবেদন : বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে কলকাতায় সন্ন্যাসীদের মিছিলে হামলা চালাল বিজেপি (BJP) । চলল চূড়ান্ত অসভ্যতা। যার নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে সেই রাজর্ষি লাহিড়ীকে চিহ্নিত করা গিয়েছে। দেশদ্রোহিতার অভিযোগে বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারিতে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। সীমান্ত পেরিয়ে ঘটনার রেশ ছড়িয়েছে এপার বাংলাতেও। বৃহস্পতিবার চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তির দাবিতে কলকাতার রাজপথে নেমেছেন সন্ন্যাসীরা।

আরও পড়ুন-কেন্দ্রের উচ্ছেদ জমির পাট্টা দিল পুরনিগম

এদিন বাংলাদেশ হাইকোর্টে ভেস্তে গেল মৌলবাদীদের ষড়যন্ত্র। ইসকনকে নিষিদ্ধকরণের দাবিতে করা মামলা খারিজ করে দিল হাইকোর্ট। দেশের অশান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আদালত। হাইকোর্টের কড়া নির্দেশ, কাউকে আইনশৃঙ্খলা ভাঙতে দেওয়া যাবে না। চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির পরই বাংলাদেশে ইসকন নিষিদ্ধ করার দাবি ওঠে। বুধবার হাইকোর্টে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর বেঞ্চে রিট পিটিশন দাখিল করেছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মনিরুজ্জামান। কিন্তু বিচারপতিদের বেঞ্চ এদিন সাফ জানিয়েছে, ইসকনকে নিষিদ্ধ করা নিয়ে আদালত স্বতঃপ্রণোদিত কোনও সিদ্ধান্ত নেবে না।

Latest article