বন্ধ হচ্ছে উড়ালপুল, বিকল্প পথে যান চলাচল

Must read

সংবাদদাতা, বারাসত : সংস্কারের জন্য বন্ধ রাখা হবে বারাসত ফ্লাইওভার (Barasat Flyover)। সম্প্রতি পূর্ত দফতর স্বাস্থ্য পরীক্ষা করেছে বারাসত ফ্লাইওভারের (Barasat Flyover)। এরপরই তারা জানিয়েছে এই সেতু সংস্কারের প্রয়োজন রয়েছে। এরপরেই এই নিয়ে বৈঠক করেছে মধ্যমগ্রাম জেলা পুলিশ, বারাসত ও মধ্যমগ্রাম পুরসভার পুরপ্রধানরা। এছাড়া ওই বৈঠকে ডাকা হয়েছিল বাস, ট্রাক, অটো ইউনিয়নের প্রতিনিধিদের। সকলের সঙ্গে ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী চারমাস সংস্কারের জন্য বন্ধ থাকবে সেতু। ৬ ডিসেম্বর থেকে শুরু হবে সংস্কারের কাজ। প্রতি সপ্তাহে শুক্রবার রাত দশটা থেকে সোমবার সকাল ছ’টা পর্যন্ত সম্পূর্ণ যান চলাচল বন্ধ থাকবে। সপ্তাহের বাকি দিনগুলোতে যান নিয়ন্ত্রণ করা হবে ওই সেতুতে। বারাসত পুরসভার পুরপ্রধান অশনি মুখোপাধ্যায় জানান, সপ্তাহের বাকি দিন ছোট গাড়ি চললেও কোন বড় বা ভারী গাড়ি চলবে না। পূর্ত দফতরের তত্ত্বাবধানে এই কাজ হবে। তবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা চলার জন্য এই সময়সীমা খানিকটা বাড়তে পারে। যশোর রোড ও ৩৪ নম্বর জাতীয় সড়কের সঙ্গে সংযোগকারী সেতু হিসেবে গুরুত্বপূর্ণ বারাসত ফ্লাইওভার। এই ফ্লাইওভারের উপর দিয়ে বারাকপুর জাগুলিয়া ও নৈহাটি রুটের বাস চলাচল করে। সংস্কার চলাকালীন ওই তিন রুটের বাসকে হেলাবটতলা থেকে ঘুরিয়ে দেওয়া হবে। এছাড়াও পণ্যবাহী ট্রাকগুলিকে টাকি রোডের কাচকল মোড় থেকে ঘোরানো হবে। যশোর রোডের দিক থেকে আসা যানবাহন অশোকনগরের বিল্ডিং মোড় থেকে ঘোরানো হবে। এছাড়াও বিমানবন্দরমুখী পণ্যবাহী ট্রাকগুলিকে ঘোরানো হবে সোদপুর রোড ধরে।

আরও পড়ুন- সন্ন্যাসীদের সামনে রেখে পুলিশকে হামলা বিজেপির

Latest article