প্রধানমন্ত্রীর সাধের বিমানবন্দর: ১০ মাসে অযোধ্যায় আন্তর্জাতিক উড়ানের সংখ্যা ৯, বিদেশি যাত্রী ২২

Must read

প্রতিবেদন : অকপট স্বীকারোক্তি কেন্দ্রের। অযোধ্যার বিমানবন্দর যে মানুষকে আদৌ আকৃষ্ট করতে পারেনি তা স্পষ্ট হল কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কথাতেই। ২০২৩ সালের ৩০ ডিসেম্বর উদ্বোধনের পর থেকে ২০২৪-এর ৩১ অক্টোবর, অর্থাৎ ১০ মাসে প্রধানমন্ত্রীর সাধের অযোধ্যার মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাতায়াত করা আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা মাত্র ৯ টি। আর বিদেশি যাত্রীর সংখ্যা ২২। লোকসভায় তৃণমূল কংগ্রেস সাংসদ দীপক অধিকারীর (Dipak Adhikary) এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য দিয়েছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী মুরলীধর মোহল। প্রশ্নের জবাবে রাষ্ট্রমন্ত্রী যে তথ্য দিয়েছেন তাতে দেখা যাচ্ছে মহর্ষি বিমানবন্দরের সঙ্গে আন্তর্জাতিক তকমা লাগানো থাকলেও এটি চালু রয়েছে শুধুমাত্র অভ্যন্তরীণ বিমান যাত্রীদের কারণে। অর্থাৎ, কেন্দ্রের তথ্যই বলছে অযোধ্যার বিমানবন্দর প্রকল্প প্রকৃতঅর্থেই ফ্লপ।

আরও পড়ুন-রাজ্যসভায় উদ্বেগ প্রকাশ বিদেশমন্ত্রীর

Latest article