প্রতিবেদন : তৃণমূলের সংসদীয় দলের সভানেত্রী তিনি। সংসদের যেকোনও বিষয়ে দলের অবস্থান কী হবে সেটাই তিনিই ঠিক করবেন। বৃহস্পতিবার রাঁচি ফেরত কলকাতায় নেমে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এ-বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করলেন। এও জানালেন, এ-ব্যাপারে লোকসভা ও রাজ্যসভায় দলের নেতা ও হুইপদের মতামত নেবেন। দলনেত্রী (Mamata Banerjee) বলেন, পার্লামেন্টের কোনও বিষয়ে দলগত অবস্থান ঠিক করার বিষয়টা ব্যক্তিগত নয়। সিদ্ধান্ত নেবেন সংসদীয় কমিটির চেয়ারম্যান অর্থাৎ আমি। লোকসভায় আমাদের লিডার রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, চিফ হুইপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন, ডেপুটি লিডার সাগরিকা ঘোষ ও চিফ হুইপ নাদিমূল হক। সুতরাং তাঁরা সিদ্ধান্ত নেবেন। তার আগে আমার মতামত চাইলে ওদের জানিয়ে দেব।
আরও পড়ুন- মালা রায়ের প্রশ্নের উত্তরে হোঁচট খেলেন কেন্দ্রের মন্ত্রী