সোরেনের শপথে নেত্রী এবং বিরোধী দলের নেতারা

Must read

প্রতিবেদন : দ্বিতীয়বারের জন্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী (Hemant Soren) হিসেবে শপথের দিন একই মঞ্চে উপস্থিত হলেন বিরোধী দলের নেতৃত্ব। মধ্যমণি অবশ্যই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জোটশরিক ও ভাই হেমন্ত সোরেনের (Hemant Soren) আমন্ত্রণে এদিন বিধানসভা ছুঁয়ে দুপুরেই পৌঁছে যান রাঁচিতে। মহাসমারোহে শপথগ্রহণ পর্ব সারা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানান হেমন্ত-সহ তাঁর গোটা টিমকে এবং তাঁর পরিবারকে। মঞ্চে উপস্থিত ছিলেন ইন্ডিয়া জোটের অরবিন্দ কেজরিওয়াল, রাহুল গান্ধী, অখিলেশ যাদব, মল্লিকার্জুন খাড়্গে, ভগবন্ত সিং মান, উদয়নিধি স্ট্যালিন, তেজস্বী যাদব, সুনীতা কেজরিওয়াল, কল্পনা সোরেন, ডিকে শিবকুমার-সহ বিরোধী শিবিরের একঝাঁক নেতা। শপথ অনুষ্ঠান শেষে সামান্য সময়ের জন্য মুখ্যমন্ত্রী কথা বলেন অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদবদের সঙ্গে। তেজস্বী যাদব প্রণাম করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। আলাদা করে কোনও বৈঠক না হলেও মঞ্চের ওইটুকু সময়েই সৌজন্য বিনিময় হয়েছে বিরোধী দলের নেতৃত্বের সঙ্গে। এরপরেই তিনি কলকাতার উদ্দেশে বিমান ধরতে রওনা দেন। তবে এদিন ঝাড়খণ্ডের শপথের মঞ্চে ইন্ডিয়া জোট নেতৃত্বের এই ছবি নিশ্চিতভাবে চাপে রাখবে বিজেপিকে।

আরও পড়ুন- আহা মরি মরি মোদিতে মোদিতে…

Latest article