৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে ৪ ডিসেম্বর। এবারই প্রথম উৎসবের উদ্বোধন হবে আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে। এ বারের উৎসবে ফোকাস কান্ট্রি ফ্রান্স। সেদেশের ২০টি কাহিনীচিত্র প্রদর্শিত হবে। এবছর কিফের থিম সং তৈরি এবং তার সৃজনশীল ভাবনার নেপথ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। গানের ভিডিওতে যেভাবে সত্যজিতের ক্যানভাস থেকে রবীন্দ্র সাহিত্যের সিনে রূপ ধরা পড়েছে তা এক কথায় অসামান্য। গানটি গেয়েছেন সঙ্গীতশিল্পী নচিকেতা।
অন্যান্যবারের মত নন্দন, রবীন্দ্রসদন,শিশির মঞ্চ সহ মহানগরের মোট কুড়িটি প্রেক্ষাগৃহে উৎসবের ছবিগুলি দেখানো হবে। উৎসব কমিটির মুখ্য উপদেষ্টা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে জানান, এবার ২৯ টি দেশের ১৭৫টি ছবি নির্বাচিত করা হয়েছে। প্রতিযোগিতা বিভাগে ৪২ টি কাহিনী চিত্র ও ত্রিশটি স্বল্পদৈর্ঘ্যের ও তথ্যচিত্র অংশ নিচ্ছে। এবছর পরিচালক তপন সিনহা, হরিসাধন দাশগুপ্ত, কণ্ঠশিল্পী তালাত মাহমুদ, মোহাম্মদ রফি সহমত ১১ জনকে শতবার্ষিকী সম্মাননা জানানো হবে। বৈঠকে তথ্য ও সংস্কৃতি দফতরের রাষ্ট্রমন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, এবার সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা দেবেন বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব “আর বালকি”। প্রতিবারের মতো এবারও থাকছে মাস্টার ক্লাস এবং সিনেমা সংক্রান্ত সেমিনার ও মতবিনিময়। তথ্য সংস্কৃতি দফতরের মন্ত্রী ইন্দ্রনীল সেনগুপ্ত এদিন একসপ্তাহ-ব্যাপী আয়োজিত হতে চলা সিনেমার বিভিন্ন ক্যাটেগরির কথা জানানোর পাশাপাশি তপন সিনহার প্রতি বিশেষ শ্রদ্ধাঞ্জলি দেওয়ার কথাও জানান। উপস্থিত ছিলেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা, চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন গৌতম ঘোষ, কিফ সেক্রেটারি শান্তনু বসু, অভিনেতা অর্জুন চক্রবর্তী। বীরবাহা প্রান্তিক সিনেমার অংশগ্রহণের সুযোগের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ও কিফ অথোরিটিকে ধন্যবাদ জানান।
আরও পড়ুন- প্রয়াত পুরসভার প্রাক্তন কাউন্সিলার, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
কিফের অংশ হতে পেরে খুশি ফরাসি পরিচালক নিকোলাস ফ্যাসিও। এদিন উৎসবের লোগো উন্মোচনের পাশাপাশি রয়াল বেঙ্গল টাইগার ট্রফিও প্রকাশিত হয়। এবছরে বিদেশী ভাষার ছবির পাশাপাশি, বেঙ্গলি প্যানোরমা, ইন্ডিয়ান সিনেমার প্রতিযোগিতা থাকছে। আগামী ৪ তারিখ আলিপুরের ধনধান্য অডিটরিয়ামে ৩০-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে তপন সিনহাকে শ্রদ্ধা জানিয়ে ‘গল্প হলেও সত্যি’ দেখানো হবে। এছাড়াও সেন্টিনারি ট্রিবিউট দেওয়া হবে মারলন ব্রান্ডো,হরিসাধন দাসগুপ্ত, মহম্মদ রফি, তালাত মেহমুদ, মদনমোহনকে। বিশেষ ট্রিবিউট দেওয়া হবে মনোজ মিত্র, উৎপলেন্দু চক্রবর্তী, কুমার সাহানি-সহ প্রয়াত বিশিষ্টদের। নন্দন, রবীন্দ্র সদন, নজরুল তীর্থ, রাধা স্টুডিও সহ ২০টি প্রেক্ষাগৃহে ৫ ডিসেম্বর থেকে সিনেমা দেখার মজা শুরু।