প্রতিবেদন : একরাতেই বদলে গেল অবস্থান! বৃহস্পতিবার চিন্ময়কৃষ্ণের দায় নিতে অস্বীকার করেছিল বাংলাদেশের ইসকন (Bangladesh Iskcon)। জানিয়েছিল চিন্ময়কৃষ্ণ ইসকনের (Bangladesh Iskcon) কেউ নন। তাঁকে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছিল আগেই। কিন্তু শুক্রবারই অবস্থান বদলে ইসকন সমর্থনের বার্তা দিল চিন্ময়কৃষ্ণকে। এদিকে, বৃহস্পতিবারের পর শুক্রবারও চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তি ও বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে পথে নেমেছে কলকাতা ইসকন। অ্যালবার্ট রোডে ইসকনের কলকাতার সদর দফতরের সামনে কীর্তনের মাধ্যমে প্রতিবাদ জানান সন্ন্যাসীরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস জানিয়েছেন, জানি না কেন ইসকনকে এভাবে টার্গেট করা হচ্ছে? আমরা একটা পিঁপড়েকেও আঘাত করি না। ইসকন একটা শান্তিপ্রিয় সংগঠন। আমরা খাওয়াদাওয়ায়, ব্যবহারে, কাজেকর্মে কখনও কাউকে আঘাত করি না। সেখানে ইসকনকে মৌলবাদী সংগঠন ঘোষণা করার চেষ্টা করা হচ্ছে। এটা খুব দুর্ভাগ্যজনক!
আরও পড়ুন- আমেরিকা-জাপান-সহ একাধিক দেশ আসছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে