শাসক জোটে দ্বন্দ্ব অব্যাহত, ৫ই শপথ

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ইস্যুতে জট ছাড়াতে এখনও হিমশিম খাচ্ছে বিজেপি৷ ২৩ নভেম্বর ভোটের ফলাফল প্রকাশের পরে সাতদিন কেটে গিয়েছে৷

Must read

প্রতিবেদন: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ইস্যুতে জট ছাড়াতে এখনও হিমশিম খাচ্ছে বিজেপি৷ ২৩ নভেম্বর ভোটের ফলাফল প্রকাশের পরে সাতদিন কেটে গিয়েছে৷ তারপরেও নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, এই প্রশ্নের উত্তর জানেন না বিজেপির শীর্ষ নেতৃত্ব৷ দেবেন্দ্র ফড়নবিশ, একনাথ শিন্ডে নাকি তৃতীয় কাউকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে বসানো হবে, তা নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করতে পারেননি বিজেপির কেন্দ্রীয় নেতারা৷

আরও পড়ুন-তিন শর্তে হাইব্রিড মডেলে রাজি পিসিবি

সূত্রের দাবি, মুখ্যমন্ত্রীর নাম বাছাই নিয়ে জট ছাড়ানোর জন্য সোমবার ফের জরুরি বৈঠক ডাকা হয়েছে নয়াদিল্লিতে৷ ইতিমধ্যেই বিজেপির শীর্ষ নেতৃত্বর প্রস্তাব খারিজ করেছেন একনাথ শিন্ডে৷ তিনি কোনওভাবেই দিল্লিতে থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগ দেবেন না, তার পরিবর্তে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রবিভাগ দেওয়া হোক তাঁর হাতে, অমিত শাহর সামনে দাবি তুলেছিলেন একনাথ শিন্ডে৷ এই দাবি মানেননি অমিত শাহ, জে পি নাড্ডা৷ এরপরেই দিল্লি থেকে মুম্বই ফিরে সরাসরি সাঁতারায় নিজের গ্রামের বাড়িতে চলে যান ক্ষুব্ধ শিন্ডে৷ এখন দেখার বিষয় সোমবারের বৈঠকে শাসক জোট মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী বাছাই নিয়ে ঐকমত্যে পৌঁছতে পারে কি না৷ তবে ঠিক হয়েছে, মহারাষ্ট্রের নতুন সরকার শপথ নেবে ৫ ডিসেম্বর। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদি।

Latest article