নন্দীগ্রামে সমবায় নির্বাচন বোর্ড গঠনের পথে তৃণমূল

মোট আসনসংখ্যা ৪৪টির মধ্যে নির্বাচনের ফল প্রকাশ হতেই সবুজঝড় লক্ষ্য করা যায়। ৪৪টি আসনের মধ্যে তৃণমূল পায় ২২টি।

Must read

সংবাদদাতা, নন্দীগ্রাম : পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম-২ ব্লকের টাকাপুরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বড়সড় সাফল্য তৃণমূলের। রবিবার নন্দীগ্রাম-২ ব্লকের আমদাবাদ গ্রাম পঞ্চায়েতের টাকাপুরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালকমণ্ডলীর নির্বাচন ছিল।

আরও পড়ুন-বেকসুর খালাস খালেদাপুত্র-সহ সাজাপ্রাপ্তরা, হাসিনাকে হত্যার চেষ্টা

মোট আসনসংখ্যা ৪৪টির মধ্যে নির্বাচনের ফল প্রকাশ হতেই সবুজঝড় লক্ষ্য করা যায়। ৪৪টি আসনের মধ্যে তৃণমূল পায় ২২টি। তবে তৃণমূলের দাবি, ব্যাঙ্ক নমিনি তৃণমূলের তরফে থাকায় ওই সমবায়ে বোর্ড গঠন করবে তৃণমূলই। যা নন্দীগ্রামে তৃণমূলের এক বড়সড় সাফল্য বলা চলে। সকাল থেকেই নির্বাচনকে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। ব্লক তৃণমূল সভাপতি বাপ্পাদিত্য গর্গ জানান, ‘‘ব্যাঙ্ক নমিনি আমাদের রয়েছে। তাই ওই সমবায়ে আমরাই বোর্ড গঠন করব। নন্দীগ্রামের মানুষ বুঝতে পারছেন বিজেপির দ্বারা উন্নয়ন সম্ভব নয়।’’

Latest article