প্রতিবেদন : পার্ক স্ট্রিট এলাকার একটি হোটেল থেকে শুক্রবার রাতে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, ওই ব্যক্তি প্রায় দু’বছর আগে অবৈধ ভাবে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে এসেছিল। তারপর নাম ভাঁড়িয়ে এদেশের জাল আধার কার্ড তৈরি করে। তা দেখিয়ে পাসপোর্টও বানিয়ে ফেলে। পুলিশ সূত্রে খবর, ধৃত বাংলাদেশি নাগরিকের আসল নাম সেলিম মাতব্বর। বাড়ি বাংলাদেশের মাদারিপুরে। তাঁর কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট উদ্ধার হয়েছে। পাওয়া গিয়েছে আধার কার্ডের ফোটোকপিও। যেখানে তাঁর নাম রয়েছে রবি শর্মা। বাবার নাম মনোজ শর্মা। পাসপোর্টে জন্মস্থান হিসেবে দেখানো হয়েছে রাজস্থান। রয়েছে দিল্লির একটি ঠিকানাও। পুলিশের অনুমান, ওই জাল আধার কার্ড দেখিয়ে সে ভারতীয় পাসপোর্ট বানিয়েছিল। গোটা বিষয়টিই কীভাবে সম্ভব হল এখন সেটাই খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন-নন্দীগ্রামে সমবায় নির্বাচন বোর্ড গঠনের পথে তৃণমূল
এই ঘটনা সামনে আসতেই বিজেপি শিবির রাজ্যে বেআইনি অনুপ্রবেশ নিয়ে রাজ্য সরকারকে আক্রমণে নেমেছে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, দিল্লির ঠিকানা ব্যবহার করেই তৈরি হয়েছিল পাসপোর্ট। পাসপোর্ট ইস্যু করে কেন্দ্রীয় সরকার। এখানেই প্রশ্ন উঠছে, কীভাবে এটা সম্ভব হল? কেন্দ্রীয় সরকার কীভাবে এর দায় এড়াতে পারে? পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে কিছু পদ্ধতি রয়েছে। সেসব কি এক্ষেত্রে মানা হয়েছিল? সেলিম মাতব্বরের বাড়ি রাজস্থানে হল কীভাবে? পাসপোর্ট থেকে আধার, সব কিছুই নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সরকার। ফলে গাফিলতি কিছু থাকলে সবটাই কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকের। এটা কি বঙ্গ বিজেপি নেতারা জানেন না। নাকি সব জেনেও রাজনীতি করছেন? অনুপ্রবেশ নিয়ে রাজ্যের বিরুদ্ধে অভিযোগও ধোপে টেকে না। সীমান্ত পাহারা দেয় বিএসএফ। তারা কেন আটকাতে পারছে না অবৈধ অনুপ্রবেশ? উঠছে সে প্রশ্ন।