বিধানসভা ভোটে দিল্লিতে একাই লড়বে আপ: কেজরি

গত মাসেই দলের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছিল আম আদমি পার্টি, যেখানে ১১ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল আপ-এর পক্ষ থেকে৷

Must read

প্রতিবেদন: নির্বাচনী লড়াইতে আপ যে আর কংগ্রেসের হাত ধরবে না তা খোলাখুলি জানিয়ে দিলেন দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। দলের নেতাকর্মীদেরও এই বিষয়টি মাথায় রেখে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। নতুন বছরে জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির মাঝামাঝি হওয়ার সম্ভাবনা দিল্লির বিধানসভা ভোট৷ এই নির্বাচনে একলা চলো নীতি নিয়েই চলবে তাঁর দল, কারও সঙ্গে নির্বাচনী সমঝোতার কোনও প্রশ্ন নেই, রবিবার এই সিদ্ধান্তের কথা স্পষ্ট করে দিলেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল নিজে৷

আরও পড়ুন-আজ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে মন্ত্রী বেচারাম

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী, আপ-র সর্বময় কর্তার কথাতেই স্পষ্ট, দিল্লির ৭০টি আসনেই প্রার্থী দেবে আম আদমি পার্টি৷ গত মাসেই দলের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছিল আম আদমি পার্টি, যেখানে ১১ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল আপ-এর পক্ষ থেকে৷ সেই সময়েই আপ শীর্ষ নেতৃত্ব আভাস দিয়েছিলেন, দিল্লি বিধানসভা নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে৷ কার্যত সেই সিদ্ধান্তই জানানো হল রবিবার। চলতি বছরের লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করে দিল্লিতে কোনও লাভ হয়নি আপ-এর৷ দিল্লির সাতটি লোকসভা আসনেই জয়ী হয়েছে বিজেপি৷ আপ সূত্রের দাবি, লোকসভা ভোটে দিল্লির আসনভিত্তিক ফলাফল বিশ্লেষণ করার পরেই এবার দিল্লি বিধানসভা ভোটে একলা চলো নীতি নেওয়াই শ্রেয় হবে বলে মনে করেছে অরবিন্দ কেজরিওয়ালের দল৷ গত বারের বিধানসভা ভোটে ৭০টির মধ্যে ৬২টি আসনে জয়ী হয়েছিল আম আদমি পার্টি৷ এবার একা চলার সিদ্ধান্ত নিয়ে তারা কেমন ফল করে, সেটাই এখন দেখার বিষয়৷

Latest article