সংবাদদাতা, আলিপুরদুয়ার : ডুয়ার্সের অনাবিল সৌন্দর্য বিশ্বের প্রকৃতিপ্রেমী পর্যটকদের সামনে তুলে ধরতে ও মাদকের (drug) বিরুদ্ধে প্রচারকে সর্বসমক্ষে আনতে আলিপুরদুয়ার জেলা পুলিশ রবিবার আয়োজন করে ‘রান ফর ডুয়ার্স’। এই ম্যারাথন দৌড়ে দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি কেনিয়া, ভুটান ও নেপাল থেকে বিশিষ্ট দৌড়বীররা অংশ নেন। এক হাজারের বেশি দৌড়বীর রবিবারের এই সচেতনতার বার্তা দেওয়া ম্যারাথনে দৌড়লেন।
আরও পড়ুন-সিঙ্গাপুরে গুকেশ-লিরেন লড়াই, ড্রয়ের হ্যাটট্রিক, বাকি এখনও ৮টি রাউন্ড
আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড থেকে শুরু হয়ে বক্সা ফরেস্ট রোড ধরে মাঝের ডাবরী চা-বাগান হয়ে ফের প্যারেড গ্রাউন্ডে শেষ হয় এই দীর্ঘ ও আকর্ষণীয় ম্যারাথন দৌড়। নামজাদা দৌড়বীরদের দৌড়নো দেখতে পথের দু’ধারে ভিড় করেন এলাকার বাসিন্দারা-সহ পথচলতি মানুষজন। জেলা পুলিশের এই উদ্যোগকে বাহবা জানান উপস্থিত গুণিজন ও এলাকাবাসী। ডুয়ার্সে আরও বেশি করে পর্যটক টানতে এই কর্মসূচি বড় সহায়ক হবে বলে মনে করেন তাঁরা। সেই সঙ্দে মাদকের ব্যবহার রুখতে প্রচার এই কর্মসূচির অংশ হওয়ায় পুলিশের ভূমিকাকে বাহবা জানান সকলে।