মুখ্যমন্ত্রীর স্বপ্নের ঝাড়গ্রামে মন্ত্রীর হাতে সূচনা লাল মাটির হাটের

পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে বড় জায়গা করে নিয়েছে জঙ্গলমহলের জেলা অরণ্যসুন্দরী ঝাড়গ্রাম। মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই জেলায় শীতের মরশুমে পর্যটকের ঢল নেমেছে

Must read

দেবব্রত বাগ, ঝাড়গ্রাম: পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে বড় জায়গা করে নিয়েছে জঙ্গলমহলের জেলা অরণ্যসুন্দরী ঝাড়গ্রাম। মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই জেলায় শীতের মরশুমে পর্যটকের ঢল নেমেছে। তাঁদের কথা মাথায় রেখে ঝাড়গ্রামের রবীন্দ্র পার্কে শালগাছের নীচে হচ্ছে লাল মাটির হাট। রবিবার সেখানে সম্পূর্ণভাবে মহিলা পরিচালিত চতুর্থ বর্ষ লাল মাটির হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী বীরবাহা হাঁসদা ও জেলাশাসক সুনীলকুমার আগরওয়াল। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি-সহ আরও অনেকে।

আরও পড়ুন-এলাকার সৌন্দর্য তুলে ধরা, মাদকের বিরুদ্ধে প্রচারে জেলা পুলিশের উদ্যোগে হল রান ফর ডুয়ার্স

প্রতি রবিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রবীন্দ্র পার্কে বসবে লালমাটির হাট। ফেব্রুয়ারির শেষ রবিবার পর্যন্ত হাট চলবে বলে উদ্যোক্তারা জানান। লাল মাটির হাটে ৬০টি স্টল রয়েছে। উদ্বোধন করে জেলাশাসক সুনীলকুমার আগরওয়াল বলেন, ‘‘এই হাটে মহিলাদের তৈরি নানারকমের জিনিস পাওয়া যাবে বাজার থেকে কম দামে। এছাড়াও জঙ্গলমহলের ঐতিহ্য মাংস, পিঠে-সহ বিভিন্ন সুস্বাদু খাবার পাওয়া যাবে।’’ অংশগ্রহণকারী মহিলাদের তিনি বলেন ‘‘সরকারের উদ্যোগে আয়োজিত সৃষ্টিশ্রী, সবলা মেলায় অংশ নেবেন আপনারা। জেলা প্রশাসন যাবতীয় সহযোগিতা করবে।’’ মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, ‘‘শীতকালে ঝাড়গ্রামে পর্যটকদের ঢল নামে, তাই তাঁদের উপহার দেওয়ার জন্য সম্পূর্ণ মহিলা পরিচালিত এই লাল মাটির হাটের আয়োজন করা হয়েছে।’’ আয়োজক মহিলাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি পাশে সহযোগিতারও আশ্বাস দেন। সভাধিপতি চিন্ময়ী মারান্ডি বলেন,‍‘‘ঝাড়গ্রামের মহিলারা এত সুন্দর জিনিস বানাতে পারেন তা এই হাটে না এলে জানতেই পারতাম না।’’

Latest article