জেলা হাসপাতালে চালু হচ্ছে মা ক্যান্টিন

Must read

সংবাদদাতা, হাওড়া : ২০২৫-এর শুরুতেই হাওড়া জেলা হাসপাতালে চালু হচ্ছে মা ক্যান্টিন (Maa Canteen)। এজন্য হাসপাতাল চত্বরে প্রয়োজনীয় জায়গাও চিহ্নিত করা হয়েছে। সোমবার হাওড়া পুরসভা ও পুর দফতরের আধিকারিকরা ওই এলাকা পরিদর্শন করেন। শীঘ্রই সেখানে মা ক্যান্টিন তৈরির কাজ শুরু হবে। হাওড়া পুরসভার উদ্যোগে ক্যান্টিনটি চালু হবে। পরিচালনার দায়িত্বে থাকবেন স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় মানুষকে সস্তায় দুপুরের খাবার দিতে এই প্রকল্প চালু হয়েছে। ৫ টাকায় মা ক্যান্টিন (Maa Canteen) থেকে মানুষকে ডিম-ভাত খাওয়ানো হয়। হাওড়া পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরী জানান, হাওড়া জেলা হাসপাতালে প্রতিদিন বহু মানুষ আসেন। হাসপাতালে আসা রোগী ও তাঁদের পরিবারের লোকজনেরা এর ফলে উপকৃত হবেন। আগামী বছর জানুয়ারি মাসের গোড়াতেই এই মা ক্যান্টিন চালু করা যাবে বলে আশা করছি। সেই লক্ষ্যেই কাজ এগোচ্ছে।

আরও পড়ুন- ১৫ ডিসেম্বর জগন্নাথ মন্দিরের কাজ দেখতে যাবেন মুখ্যমন্ত্রী

Latest article