বায়ুদূষণ : একগুচ্ছ পদক্ষেপ পুরসভার

শীতের মরশুমে শুষ্ক আবহাওয়ায় শহরের বাতাসে স্বাভাবিকভাবেই দূষণের মাত্রা বৃদ্ধি পায়। ইতিমধ্যেই সেই দূষণ নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ নিয়েছে কলকাতা পুরসভা।

Must read

প্রতিবেদন : শীতের মরশুমে শুষ্ক আবহাওয়ায় শহরের বাতাসে স্বাভাবিকভাবেই দূষণের মাত্রা বৃদ্ধি পায়। ইতিমধ্যেই সেই দূষণ নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ নিয়েছে কলকাতা পুরসভা। কিন্তু প্রশাসনকে চিন্তায় ফেলছে শহর কলকাতার এয়ার কোয়ালিটি ইনডেক্স। গাড়ির ধোঁয়া থেকে শুরু করে ফুটপাথের খাবারের দোকান, বায়ুদূষণের কারণ। তাই বাতাসের গুণমান আরও উন্নত করতে রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ বোর্ডকে নিয়ে বিশেষ বৈঠক করলেন মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম। সোমবার কলকাতা পুরসভায় এই বৈঠকে উপস্থিত ছিলেন পুর-কমিশনার ধবল জৈন, মেয়র পারিষদ স্বপন সমাদ্দার, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সভাপতি কল্যাণ রুদ্র, পরিবহণ দফতরের সচিব সৌমিত্র মোহন-সহ পরিবহণ ও কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা। বৈঠকে হাওড়া পুরসভার তরফে ছিলেন পুর-প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তীও।

আরও পড়ুন-ফুলের চারায় রোজগারের দিশা

এদিনের বৈঠকে শহর কলকাতা ও তৎসংলগ্ন এলাকার দূষণ নিয়ন্ত্রণ নিয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শহরের ফুটপাথে যেসব ফাস্টফুডের দোকানে কাঠকয়লার চুল্লিতে রান্না হয়, তাঁদের পুরসভার তরফে পরিবেশবান্ধব ধোঁয়াবিহীন রান্নার উনুন দেওয়া শুরু হল এদিন। স্বপন সমাদ্দার বলেন, প্রাথমিকভাবে ১৫০০ জনকে ধোঁয়াবিহীন উনুন দেওয়া হবে। তার মধ্যে আজ ১৬ জনকে দেওয়া হল। এছাড়াও শীতে খোলা জায়গায় কাঠ-পাতা, প্লাস্টিক কিংবা টায়ার জ্বালিয়ে আগুন পোহানোতেও কড়া নিষেধাজ্ঞা জারি হচ্ছে। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, শহরবাসীরা খোলা জায়গায় যত্রতত্র আগুন পোহাতে পারবেন না। প্রথমে সবাইকে সচেতন করা হবে। তারপরও আগুন জ্বালালে আইনি পদক্ষেপ নেওয়া হবে। ওয়ার্ড-ভিত্তিক নজরদারি চলবে।

Latest article