প্রতিবেদন : মিড-ডে মিলে কেন্দ্রের যথাসামান্য বরাদ্দ নিয়ে সমালোচনা হয়েছে নানান মহলে। এরপরেই চাপে পড়ে বরাদ্দ খানিকটা বাড়িয়েছে কেন্দ্র। কিন্তু সেখানেও সাহায্য করতে হয়েছে রাজ্যকে। কেন্দ্র যে পরিমাণ টাকা বাড়িয়েছে তাতে ভরতুকি দিচ্ছে রাজ্য। কারণ, লক্ষ্য একটাই। পড়ুয়াদের পাতে পুষ্টি পৌঁছে দেওয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই জানিয়েছিলেন পড়ুয়াদের স্বাস্থ্য নিয়ে কোনওরকম আপস করা যাবে না। তাই স্কুলগুলিতে দেখা যায় কেন্দ্রের মিড ডে মিলের জন্য পাঠানো টাকায় যেহেতু জল গরম হয় না তাই সেখানে রাজ্যকেই ভরতুকি দিয়ে পুষ্টি পৌঁছে দিতে হয় পড়ুয়াদের পাতে।
আরও পড়ুন-বায়ুদূষণ : একগুচ্ছ পদক্ষেপ পুরসভার
এবার আবার একবার বিজ্ঞপ্তি দিয়ে রাজ্য স্কুল শিক্ষা দফতর জানাল কেন্দ্রের বর্ধিত অর্থের মধ্যে কত টাকা মিড-ডে মিলের জন্য ব্যয় করবে তারা। পড়ুয়াদের জন্য মিড-ডে মিলের বরাদ্দ প্রাথমিকে ৭৪ পয়সা এবং উচ্চ প্রাথমিকে এক টাকা ১২ পয়সা করা হচ্ছে। অর্থাৎ প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের মাথাপিছু মিড-ডে মিলের বরাদ্দ হল ছ’টাকা ১৯ পয়সা। যার মধ্যে কেন্দ্র দেবে ৩ টাকা ৭১ পয়সা। রাজ্য দেবে মাথাপিছু দু’টাকা ৪৮ পয়সা। ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের মাথাপিছু বরাদ্দ হয়েছে ন’টাকা টাকা ২৯ পয়সা। এর মধ্যে কেন্দ্র দেবে পাঁচ টাকা ৫৭ পয়সা এবং রাজ্য দেবে ৩ টাকা ৭২ পয়সা। চলতি মাস থেকেই এই বরাদ্দ অর্থ খরচ করা হবে। এরজন্য প্রত্যেক মাসে রাজ্যের খরচ হবে ১৮ কোটি ৩৩ লক্ষ ২৬ হাজার ৫৭১ টাকা