ষোড়শ অর্থ কমিশনের প্রতিনিধি দল মঙ্গলবার রাজ্যে আসছে। অর্থ কমিশনের সভাপতি ডঃ অরবিন্দ পানাগরিয়ার নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধিদল আজ বিকেলে রাজ্য সচিবালয় লাগোয়া নবান্ন (Nabanna) সভাঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্যের উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন।
আরও পড়ুন- সংসদকে হত্যা করছে মোদি সরকার, তোপ তৃণমূলের
বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিদেরও বৈঠকে আহ্বান করা হয়েছে। জানা গিয়েছে, অর্থ কমিশনের প্রতিনিধি দল রাজ্যের ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনা এবং উন্নয়ন সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলি পর্যালোচনা করবে এবং সংশ্লিষ্ট সকলের মতামত নেবে। অর্থ কমিশনের প্রতিনিধি দল রাজ্য মন্ত্রিপরিষদের সদস্য এবং উর্ধ্বতন সরকারি আধিকারিকদের সঙ্গেও মতবিনিময় করবে।