বন্যপ্রাণী সংরক্ষণে বেড়েছে কেন্দ্রের বরাদ্দ! ৫ রাজ্যে বাঘের মৃত্যুর গ্রাফও ঊর্ধ্বমুখী

Must read

উদ্বেগজনক তথ্য। সারা দেশের হু হু করে বেড়েছে বাঘের (Tiger) মৃত্যুর হার। মঙ্গলবার সংসদে কেন্দ্রীয় মন্ত্রী কীর্তি বর্ধন সিং জানিয়েছেন, এক বছরের মধ্যে ভারতে বাঘের মৃত্যুর হার বেড়ে গিয়েছে ৫০ শতাংশ। বন্যপ্রাণী সংরক্ষণে কেন্দ্রের বরাদ্দের হার বাড়ানোর পরেও কেন বাড়ছে বাঘের মৃত্যুর সংখ্যা?

তথ্য অনুযায়ী, ২০২২ সালে ভারতে ১২১টি বাঘের (Tiger) প্রাণহানি হয়েছিল। ঠিক এর পরের বছর অর্থাৎ ২০২৩ সালের বাঘের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছ ১৮২ তে। মূলত ৫ রাজ্যে বেড়েছে বাঘের মৃত্যুর সংখ্যা। মহারাষ্ট্র, কেরল, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ এবং উত্তরাখণ্ড। কিন্তু প্রশ্ন হচ্ছে এই রাজ্যগুলিতে বন্যপ্রাণী সংরক্ষণে বরাদ্দ বাড়ানোর পরে কেন বাঘের এই মৃত্যুর হার বাড়ল।

আরও পড়ুন- বাংলাদেশে অসভ্যতা চলছে: আইনজীবীদের মেরে হুমকি দিয়ে চিন্ময়ের শুনানি আটকে দিল

২০২৩ এবং ২০২৪ সালের মধ্যে মহারাষ্ট্রে বন্যপ্রাণী সংরক্ষণ সংক্রান্ত বরাদ্দ ৯ শতাংশ বাড়ানো হয়েছিল। সবথেকে বেশি বরাদ্দ হয়েছে মধ্যপ্রদেশে, ৮০৯ লক্ষ থেকে ২হাজার ৬১৪ লক্ষ অর্থাৎ প্রায় ২২৩ শতাংশ! এরপরেও বেড়েছে বাঘের মৃত্যুর সংখ্যা। ২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে মহারাষ্ট্রে ৪৬টি, মধ্যপ্রদেশে ৪৩টি, উত্তরাখণ্ডে ২১টি বাঘ প্রাণ হারিয়েছে। তামিলনাড়ু এবং উত্তরাখণ্ডে ৪০০ শতাংশ ও ২৫০ শতাংশ মৃত্যুর হার বেড়েছে বাঘদের। শেষবার করা সমীক্ষার রিপোর্টে দেখা গিয়েছে, এই মুহূর্তে ভারতে বাঘের সংখ্যা ৩ হাজার ৬৮২টি।

Latest article