মহড়ায় ডুবে রোহিত, চর্চায় বিরাট, অ্যাডিলেডে গম্ভীর ফুরফুরে ভারত

ক্যানবেরা টু অ্যাডিলেড—ভারতের দ্বিতীয় টেস্টের চূড়ান্ত প্রস্তুতি শুরু। গত সফরের ৩৬ অলআউটের শাপমোচনের সুযোগ।

Must read

অ্যাডিলেড, ৩ ডিসেম্বর : ক্যানবেরা টু অ্যাডিলেড—ভারতের দ্বিতীয় টেস্টের চূড়ান্ত প্রস্তুতি শুরু। গত সফরের ৩৬ অলআউটের শাপমোচনের সুযোগ। সোমবার অ্যাডিলেড পৌঁছনোর পর মঙ্গলবার নেটে নেমে গোলাপি বলে মহড়ায় ডুবে থাকলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। মানুকা ওভালে গোলাপি বলে দিন-রাতের প্রস্তুতি ম্যাচে রান পাননি রোহিত। ১১ বল খেলে মাত্র ৩ রান করেন তিনি। শুক্রবার ৬ ডিসেম্বর অ্যাডিলেড ওভালে শুরু দ্বিতীয় টেস্ট। তার আগে প্রথম দিনের নেট সেশন পুরোপুরি কাজে লাগালেন ভারত অধিনায়ক।

আরও পড়ুন-বন্যপ্রাণী সংরক্ষণে বেড়েছে কেন্দ্রের বরাদ্দ! ৫ রাজ্যে বাঘের মৃত্যুর গ্রাফও ঊর্ধ্বমুখী

অধিনায়ক রোহিত পুত্রসন্তানের বাবা হয়েছেন। তার জন্য সাময়িক বিরতি নিয়ে প্রথম টেস্ট খেলেননি। তবে পারথ টেস্ট চলাকালীনই অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছিলেন রোহিত। ভারতীয় শিবিরে এদিন যোগ দেন কোচ গৌতম গম্ভীর। অ্যাডিলেডে পৌঁছে সোজা মাঠে চলে যান তিনি। শুরুতে ফুটবল খেলার পর ক্রিকেটাদের সঙ্গে মাঠেই মিটিং করেন বিরাটদের হেড স্যার।
ক্যানবেরায় প্রস্তুতি ম্যাচে দলীয় স্বার্থকে এগিয়ে রেখে কে এল রাহুল, যশস্বী জয়সওয়ালের ওপেনিং জুটিতেই ভরসা রাখেন রোহিত। ইঙ্গিত, পারথের সফল ওপেনিং জুটিই শুরু করবে অ্যাডিলেডে। তবে রোহিতের ওপেন করা উচিত কি না, তা নিয়ে জোর চর্চা চলছে। তার মধ্যেই এদিন নিজেকে প্রস্তুতিতে ডুবিয়ে রাখেন হিটম্যান। প্রথম দিন রাতের আলোয় অনুশীলন হয়। স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় অনুশীলন থাকলেও নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে নেটে হাজির হন রোহিত। অধিনায়কের সঙ্গী ছিলেন ঋষভ পন্থও। প্রথম দফায় ৪০ মিনিট টানা ব্যাট করেন রোহিত। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ফের ব্যাটিং শুরু করেন। সহকারী কোচ অভিষেক নায়ারের নজরদারিতেই চলে রোহিতের ব্যাটিং সেশন।
রোহিতকে শরীরের আরও কাছে খেলার পরামর্শ দিতে দেখা গিয়েছে নায়ারকে। প্র্যাকটিস পিচেও যথেষ্ট ঘাস ছিল। সিম, স্যুইংয়ের ঠিকমতো মোকাবিলা করার জন্য টিমের থ্রো-ডাউন স্পেশালিস্টদের রোহিত বারবার বলছিলেন, কোথায় বল ফেলতে হবে। পরে মুকেশ কুমার, আকাশ দীপদেরও ডেকে নেওয়া হয় রোহিতকে বল করার জন্য। রোহিতের পাশের নেটেই ব্যাটিং শুরু করেন পন্থ। তাঁর টেকনিকের দিকেও নজর ছিল নায়ারের। ভুল হলে তিনি বুঝিয়ে দেন, কী করতে হবে। পরে বিরাটও নেটে ব্যাটিং শুরু করেন। পারথে সেঞ্চুরি করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। অ্যাডিলেড বিরাটের ‘সেকেন্ড হোম’। এখানে তাঁর ব্যাটিং গড় ৬০-এর উপর। কিন্তু এদিন অনুশীলনে বিরাটের হাঁটুতে ব্যান্ডেজ দেখে প্রশ্ন, তবে কি তাঁর চোট রয়েছে? ব্যাটিং বা ফিল্ডিংয়ের সময় অবশ্য বিরাটের মধ্যে কোনও অস্বস্তি দেখা যায়নি। বিরাট, রোহিতের ব্যাটিং দেখার জন্য নেটের ধারে ভিড় উপচে পড়েছিল ভক্তদের। এদিন ভারতীয় দলের অনুশীলন দেখার সুযোগ করে দেওয়া হয়েছিল দর্শকদের।
রাতের আলোয় বিশেষ করে গোধূলির সময় (সূর্যাস্তের মুহূর্ত) গোলাপি বল কেমন আচরণ করে, সেটা দেখার জন্য পেসারদেরও নেটে আলাদা করে বোলিংয়ের নির্দেশ দিয়েছিলেন থিঙ্ক ট্যাঙ্ক। এদিকে ক্যানবেরা থেকে অ্যাডিলেডে যশস্বীরা পৌঁছলেন মজা করতে করতে। বিমানবন্দরে ভুল দিকে চলে যান যশস্বী। ফলে আটকে পড়েন। তা দেখে হেসে ফেলেন রোহিত, গিলরা। বিমানবন্দরে একটি দোকান থেকে টুপি কিনতে গিয়ে খুনসুটিতে মাতেন সুন্দর, সরফরাজ, অশ্বিনরা।

Latest article