প্রতিবেদন: বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে ক্রমাগত হামলায় ক্ষুব্ধ ত্রিপুরার হোটেল-মালিকরা। বাংলাদেশি অতিথিদের বয়কটের ডাক দিয়েছেন তাঁরা। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলাদেশিদের জায়গা হবে না ত্রিপুরার হোটেলে। হোটেল মালিকদের সংগঠন অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত, বাংলাদেশে সংখ্যালঘু-নির্যাতন বন্ধ না হওয়া পর্যন্ত বাংলাদেশের নাগরিকদের ত্রিপুরার হোটেলে থাকতে দেওয়া হবে না।
আরও পড়ুন-মহড়ায় ডুবে রোহিত, চর্চায় বিরাট, অ্যাডিলেডে গম্ভীর ফুরফুরে ভারত
অ্যাসোসিয়েশন সংখ্যালঘুদের উপর হামলা, নির্যাতনের তীব্র নিন্দা করেছে। বয়কটের ফলে বাংলাদেশের নাগরিকরা বড় ধরনের সমস্যার মুখে পড়বেন। বাংলাদেশের উত্তর ও চট্টগ্রাম-সহ পূর্ব প্রান্তের জেলাগুলির মানুষ ত্রিপুরা হয়ে ভারতে আসেন। ত্রিপুরা থেকে কলকাতা, দিল্লি-সহ ভারতে বিভিন্ন শহরে যাতায়াতের বিমান ভাড়াও কম। ট্রেন এবং বিমান ধরার জন্যও আগরতলার হোটেলে থাকতে হয় বাংলাদেশিদের।