প্রতিবেদন : রাজ্যের হাসপাতালগুলির নিরাপত্তা খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দশে তৈরি হয়েছে বিশেষ দল। রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি সুরজিৎ কর পুরকায়স্থের নেতৃত্বে সাত সদস্যের একটি হাই পাওয়ার কমিটি গঠন হয়। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে মঙ্গলবার এই হাই পাওয়ার কমিটির বৈঠক হল শিলিগুড়ির সার্কিট হাউসে।
আরও পড়ুন-জাতীয় স্বীকৃতি চাই গঙ্গাসাগর মেলার
রাজ্য পুলিশের প্রাক্তন ডিরেক্টর জেনারেল সুরজিৎ কর পুরকায়স্থের নেতৃত্বে সাত সদস্যের এই কমিটি বৈঠক করের। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষও এই বৈঠকে উপস্থিত ছিলেন। পাশাপাশি দুই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকরাও ছিলেন। এদিনের বৈঠকের পর দুই মেডিক্যাল কলেজের রিপোর্ট দেবে এই কমিটি রাজ্য সরকারকে। বৈঠকের পর সুরজিৎ কর পুরকায়স্থ বলেন, মেডিক্যাল কলেজের নিরাপত্তার খুঁটিনাটি দিক নিয়ে আলোচনা হয়েছে। অনেকগুলি বিষয় উঠে এসেছে। সেগুলো পর্যালোচনা করে দেখা হবে।