রাজ্যে আরও তিনটি, তৈরি হবে রবীন্দ্রনাথ-রামকৃষ্ণ, ভবানীপুর নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়

Must read

রাজ্যে আরও তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় (University) তৈরি হচ্ছে। শীতকালীন বিধানসভা অধিবেশনেই এই সংক্রান্ত বিল আনা হচ্ছে। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় তৈরির জন্য চিহ্নিত হয়ে গিয়েছে জায়গা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে তৈরি হচ্ছে বিশ্ববিদ্যালয়। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণদেবের নামে আরও দু’টি বিশ্ববিদ্যালয় তৈরির জন্যও বিল আনা হচ্ছে।

রাজ্য বিধানসভায় অধিবেশন চলছে। এই অধিবেশনেই বিশ্ববিদ্যালয় (University) সংক্রান্ত বিল আনা হচ্ছে। এই বিলের উপর আলোচনাও হবে বিধানসভার অধিবেশনে। ‘দ্য ভবানীপুর গ্লোবাল ইউনিভার্সিটি বিল ২০২৪’ নিয়ে একটি বিল আনা হচ্ছে। এই বিশ্ববিদ্যালয় গঠিত হবে ভবানীপুর গুজরাতি এডুকেশন সোসাইটির উদ্যোগে।

আরও পড়ুন- ইচ্ছেপূরণ ডেকে আনল মৃত্যু! ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে পদপৃষ্ট হয়ে মৃত মা ও শিশু

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রে এই বিশ্ববিদ্যালয় তৈরির জন্য পরিকাঠামো নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয় তৈরি হবে হুগলির ধনেখালিতে এবং খড়দহের আগরপাড়ায় হবে রামকৃষ্ণ পরমহংস দেব বিশ্ববিদ্যালয়। এই দুই বিশ্ববিদ্যালয়ের জন্যই পৃথক দু’টি বেল আসছে। ‘দ্য রবীন্দ্রনাথ ঠাকুর ইউনিভার্সিটি বিল ২০২৪’ এবং‘দ্য রামকৃষ্ণ পরমহংস বিশ্ববিদ্যালয় বিল ২০২৪’ নিয়ে মঙ্গলবার বিধানসভার অধিবেশনে আলোচনা হবে। হুগলির ধনেখালিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরির সঙ্গে যুক্ত দ্য কালীপদ সাহা মেমোরিয়াল ট্রাস্ট আর খড়দহে বিশ্ববিদ্যালয় তৈরির সঙ্গে যুক্ত রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন। বাংলার উচ্চশিক্ষার প্রসারে এই তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা রাজ্য সরকারের সদর্থক ভাবনাকে বলে মনে করছে শিক্ষা মহল।

Latest article