উত্তর চব্বিশ পরগণার আমডাঙায় গ্যাসের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire)। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। আগুনের জেরে ঘনঘন বিস্ফেরণের শব্দ কেঁপে ওঠে গোটা এলাকা। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে এসে মাঠে আশ্রয় নেন। খবর পেয়ে আমডাঙা থানার পুলিশ ও দমকল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এখনও পর্যন্ত ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন- রাজ্যে আরও তিনটি, তৈরি হবে রবীন্দ্রনাথ-রামকৃষ্ণ, ভবানীপুর নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়
আমডাঙার উলুডাঙায় ১২ নম্বর জাতীয় সড়কের পাশেই রয়েছে গ্যাস গোডাউন। বেলা আড়াইটে নাগাদ আচমকাই গ্যাস গোডাউন দাউ দাউ জ্বলতে (Fire) থাকে। কিছুক্ষণের মধ্যেই একের পর এক সিলিন্ডার ফাটতে শুরু করে। তীব্র আওয়াজে কার্যত বাড়ি ছেড়ে মাঠে গিয়ে আশ্রয় নেয় স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন।