তিরুবনন্তপুরমে আড়াই বছরের এক শিশুকন্যাকে (minor assault) নির্যাতনের অভিযোগ উঠল সরকারি এক হোমের তিন কর্মীর বিরুদ্ধে। ঘটনা প্রকাশ্যে আসার পরেই দেখা গিয়েছে গোপনাঙ্গে আঘাতের চিহ্ন আছে। মেডিক্যাল পরীক্ষায় নখের আঁচড়ের প্রমাণ পাওয়া গিয়েছে। সরকারি শিশু হোমেই চরম নৃশংসতার শিকার হয়ে গেল একরত্তি এক শিশু। ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন-সেনার ছুরিতেই পরিবারকে খুন ২০ বছরের অর্জুনের
পুলিশ ও চিকিৎসকদের অনুমান, ঘটনাটি ঘটেছে এক সপ্তাহ আগে। অভিযুক্তদের জেরা করে পুলিশ জানতে পারে শিশুটিকে শাস্তি দিতে গিয়েই আড়াই বছরের শিশুকন্যার ওপর নির্মম অত্যাচার চালিয়েছে তাঁরা। শিশুটির অপরাধ ঘুমের মধ্যে বিছানা ভিজিয়ে ফেলেছিল সে। তাঁর শাস্তি দিতেই কেরলের এক সরকারি হোমে তার প্রতি এভাবে নির্যাতন করা হয়। প্রথমে বোঝা না গেলেও পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষার সময়ই শরীরে নখের আঁচড় দেখতে পান চিকিৎসকরা। এরপরই তারা পরীক্ষা করে দেখেন শিশুটির গোপনাঙ্গে একাধিক আঘাত রয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন ওই চিকিৎসক। এই অবস্থায় শিশু সুরক্ষা কমিটির জেনারেল সেক্রেটারি জানিয়েছেন এক দুর্ঘটনায় মা-বাবার মৃত্যুর পর ওই শিশু কন্যা ও তাঁর ছোট বোন হোমে থাকছিল। নির্যাতনের বিষয়টি প্রকাশ্যে আসতেই ওই সপ্তাহে ডিউটিতে থাকা কর্মীদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ইতিমধ্যেই পকসো আইনে মামলা দায়ের হয়েছে।