ইউরোপের ভরসা ইসরোতে! সৌরপর্যবেক্ষণকারী প্রোবা-৩ পাড়ি দিল মহাকাশে

Must read

ঐতিহাসিক মুহূর্ত। বৃহস্পতিবার ইউরোপীয় স্পেস এজেন্সির সৌরপর্যবেক্ষণকারী কৃত্রিম উপগ্রহকে নিয়ে ইসরোর ওয়ার্কহর্স রকেট পিএসএলভি-সি৫৯/প্রোবা-৩ (Proba-3) রওনা দিল।

গতকাল, বুধবারই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ হওয়ার কথা ছিল প্রোবা-৩। কিন্তু যান্ত্রিক ত্রুটির জেরে তা হয়নি।

‘প্রোবা-৩’ ইসরোর বাণিজ্যিক মিশন। এই মিশনের মাধ্যমে সূর্যের রহস্য অনুসন্ধান করা হবে। আর ‘প্রিসিশন ফর্মেশন ফ্লাইং’-র পরীক্ষা করা হবে সেই মিশনের মাধ্যমে।

‘প্রোবা-৩’ মিশনে দুটি স্যাটেলাইট রয়েছে। দুটি মহাকাশযান (করোনাগ্রাফ এবং অকুলটার) একসঙ্গে উড়েছে। প্রায় ১৮ মিনিট যাওয়ার পরে ৫৫০ কিলোগ্রামের ‘প্রোবা-৩’ (Proba-3) স্যাটেলাইটকে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে দেবে পিএসএলভি। প্রাথমিক কক্ষপথে পৌঁছে পরে দুটি স্যাটেলাইট ১৫০ মিটারের ব্যবধানে এগিয়ে যাবে। ওই স্যাটেলাইট দুটি এমনভাবে যাবে, যাতে সূর্যের ‘সোলার ডিস্ক’-কে ঢেকে দেবে অকুলটার। আর তখন সূর্যের করোনা এবং সূর্যের আশপাশের পরিবেশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাবে করোনাগ্রাফ।

আরও পড়ুন- নারী কবজ: মহিলা পুলিশ কর্মীদের ক্যান্সার সুরক্ষায় প্রকল্প চালু বারাসত পুলিশ জেলার

Latest article