প্রতিবেদন : এক অনন্য উদ্যোগ নিল হুগলি জেলা গ্রামীণ পুলিশ। নতুন বছরে এটি স্পেশ্যাল গিফট হুগলি পুলিশের তরফে। বাংলার পাশাপাশি ইংরেজি কথোপকথনে সড়গড় করে তুলতে বিনামূল্যে অনলাইন স্পোকেন ইংলিশ ক্লাস হবে পুলিশের উদ্যোগে। আগামী বছরের জানুয়ারি মাস থেকে হুগলি (গ্রামীণ) জেলা পুলিশ শুরু করতে চলেছে এই ক্লাস। এখানে পড়াবেন অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা। রাজ্য পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই ক্লাস করার বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। কীভাবে যোগ দেবেন এই অনলাইন ক্লাসে তা সবিস্তারে জানানো হয়েছে সংক্ষিপ্ত ভিডিওটিতে। ইংরেজি বলতে গিয়ে অনেক উচ্চশিক্ষিতও থমকে যান। যোগাযোগে তো অসুবিধা হয়ই, কেরিয়ারেও বাধার সম্মুখীন হতে হয় সাবলীলভাবে ইংরেজি বলতে না পারার জন্য। বাঙালির সেই সমস্যা দূর করতে রাজ্য পুলিশ এই অনন্য উদ্যোগ গ্রহণ করল।
আরও পড়ুন-রাজনৈতিক ফায়দা তুলতেই ভাঙছে না নীরবতা, নিষ্ক্রিয় কেন্দ্র, তালিবানি ফতোয়া বাংলাদেশে
নতুন বছরেই শুরু থেকে বিনামূল্যে অনলাইন স্পোকেন ইংলিশ ক্লাসে যোগ দিয়ে বিনামূল্যে ইংরেজি ভাষা রপ্ত করতে পারবেন আপনিও। আপাতত হুগলিবাসীদের নতুন বছরের এই গিফট নিয়ে এসেছে গ্রামীণ জেলা পুলিশ। বুধবার রাজ্য পুলিশের এক্স হ্যান্ডেলে অনলাইন ক্লাসের বিস্তারিত জানানো হয়েছে। যোগাযোগ করতে হবে আরামবাগ এসডিপিও অফিসে। সেজন্য ফোন নম্বরও দেওয়া হয়েছে। ৮৯১৮১-০০৫৮২ নম্বরে যোগাযোগ করতে হবে। learnspokenenglish.95@gmail.com-এও যোগাযোগ করা যাবে। রেজিস্ট্রেশনের জন্য এক্স হ্যান্ডেলে দেওয়া হয়েছে লিঙ্কও। জানুয়ারি থেকে মে পর্যন্ত সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত ক্লাস চলবে। পুকারের সহায়তায় এই ক্লাস চলবে। এটি হুগলি গ্রামীণ পুলিশের জনমুখী কাজের মধ্যে অন্যতম একটি। সাধারণ মানুষের কাছেও সমাদৃত হচ্ছে হুগলি পুলিশের এই উদ্যোগ। অনলাইনে জিডি পরিষেবা থেকে শুরু করে বন্যাত্রাণ দিয়ে দুর্গত মানুষের পাশে থাকার উদ্যোগ তো রয়েইছে। এবার নতুন উদ্যোগ অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের কাছে বিনামূল্যে স্পোকেন ইংলিশ কোর্স। সাধারণ মানুষের প্রকৃত বন্ধু হয়ে উঠছে হুগলি পুলিশ।