‘দিদিকে বলে’ ঘর

স্ত্রী অসীমাকে (৫১) নিয়ে টালির ঘরে থাকেন। বর্ষায় জল পড়ত ঘরে, ঝড় এলে রাত জেগে বসে থাকতেন। এবার নিশ্চিন্ত দম্পতি।

Must read

সংবাদদাতা, বাদুড়িয়া : ‘দিদিকে বলো’য় (didike bolo) ফোন করে ৭১-এর প্রবীণ বিমল গাইন বাংলা আবাস যোজনার ঘর পেলেন। ঘর পেয়ে মানবিক মুখ্যমন্ত্রী (chief minister) মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ধন্যবাদ জানালেন বৃদ্ধ। আবাস যোজনায় যোগ্য উপভোক্তারা যাতে ঘর পান তার জন্য কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-কিশোরীর শ্বাসনালি থেকে বের হল পিন

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়া ব্লকের মিলনী নয়াবস্তিয়া গ্রাম পঞ্চায়েতের মেদিয়া গ্রামের ঘটনা। তালিকায় কোনওভাবে নাম কাটা গিয়েছিল অটোরিকশার স্টার্টার বিমল গাইনের। তাতেই ফোন করেন মুখ্যমন্ত্রীকে। স্ত্রী অসীমাকে (৫১) নিয়ে টালির ঘরে থাকেন। বর্ষায় জল পড়ত ঘরে, ঝড় এলে রাত জেগে বসে থাকতেন। এবার নিশ্চিন্ত দম্পতি।

Latest article